Entertainment News

‘ঢিনচ্যাক পূজা’র ‘স্কুটার’ দেখেছেন?

‘ঢিনচ্যাক পূজা’ নামটাই এখন দাপিয়ে বেড়াচ্ছে ওয়েব ওয়ার্ল্ডে। এক একটা গান সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন পূজা নামের এই তরুণী। তার পরেই শুরু হয় সমালোচনার ঝড়। প্রশংসা যে হয় না, তা নয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই ট্রোলড হন পূজা। এতেই তিনি হিট! এতেই তাঁর রোজগার!

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৬ জুন ২০১৭ ১৪:৪৮
Share:

এই সেই ঢিনচ্যাক পূজা। ছবি: ইউটিউবের সৌজন্যে।

সোশ্যাল নেটওয়ার্কে আপনি আছেন তো? তা হলে ঢিনচ্যাক পূজার সঙ্গে নিশ্চয়ই পরিচয় আছে। যদি নাও থাকে…। আপনার জন্য একটা ছোট্ট ইন্ট্রো।

Advertisement

‘ঢিনচ্যাক পূজা’ নামটাই এখন দাপিয়ে বেড়াচ্ছে ওয়েব ওয়ার্ল্ডে। এক একটা গান সোশ্যাল মিডিয়ায় আপলোড করেন পূজা নামের এই তরুণী। তার পরেই শুরু হয় সমালোচনার ঝড়। প্রশংসা যে হয় না, তা নয়। তবে বেশির ভাগ ক্ষেত্রেই ট্রোলড হন পূজা। এতেই তিনি হিট! এতেই তাঁর রোজগার!

পূজা আবারও শিরোনামে। সৌজন্যে তাঁর নতুন গান ‘স্কুটার’। ২৩ বছরের এই কন্যের নতুন গানটি আপাতত ভাইরাল। শোনা যাচ্ছে পাবলিক ডিমান্ডে নাকি এই নতুন গানটি আপলোড করেছেন তিনি! প্রায় দু’মিনিটের এই ভিডিওর গানে মাত্র চারটি লাইন।

Advertisement

আরও পড়ুন, পূজারিনির নতুন উড়ান, সঙ্গী কে জানেন?

পূজার রোজগার ঠিক কত?

প্রশ্নোত্তরের জন্য জনপ্রিয় একটি ওয়েবসাইটে এক ব্যক্তি একবার জানতে চেয়েছিলেন এর আগে, ‘সেলফি ম্যায়নে লে লি আজ’ গানটি গেয়ে কত টাকা আয় করতে পারেন পূজা?’ সেখানে জানানো হয়েছে, বিজ্ঞাপন বাবদ পূজা প্রতি মাসে অন্তত ৮ থেকে ১৩ লক্ষ টাকা আয় করেন।

পূজা কতটা ট্যালেন্টেড? সে প্রশ্ন আজ তোলা থাক। আপাতত শুনে নিন তাঁর নতুন ‘ভাইরাল’ গান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement