Dia Mirza

বিবাহবিচ্ছেদ প্রসঙ্গে

সাড়ে চার বছর বয়সে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের ধাক্কা সামলেছিলেন অভিনেত্রী দিয়া মির্জ়া।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২০ ০০:৫১
Share:

দিয়া

সাড়ে চার বছর বয়সে বাবা-মায়ের বিবাহবিচ্ছেদের ধাক্কা সামলেছিলেন অভিনেত্রী দিয়া মির্জ়া। তাই ৩৭ বছর বয়সে তাঁর নিজের বিয়ে ভাঙলেও, সেই ঘটনায় মুষড়ে পড়েননি তিনি। অনুভব সিংহের ‘থাপ্পড়’-এ একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দিয়া। সেই ছবির প্রচারে এসে তাঁকে বিবাহবিচ্ছেদ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘‘সেলেব্রিটি বলে বিয়ে ভাঙায় যে কষ্ট হয়নি, তা নয়। কিন্তু মা-বাবার ঘটনাটা থেকে আমি সাহস সঞ্চয় করেছি। অনেকেই ভয়ে সিদ্ধান্ত নিতে পারেন না। তবে তাঁদের বলতে চাই, এমন দিনও কেটে যায়।’’

Advertisement

গত বছর সাহিল সঙ্ঘার সঙ্গে পাঁচ বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন অভিনেত্রী। সাহসের উৎস হিসেবে দিয়া বলেন, ‘‘চোদ্দো বছর ধরে আমি সকালে উঠে ধ্যান করি। বাড়িতে বাগান করেছি। রোজ ওখানে কত পাখি আসে... এ সব না থাকলে মনের শান্তি ধরে রাখা যায় না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement