World Championship of Legends 2025

ভারত-বিরোধী মন্তব্য, সেই আফ্রিদির সঙ্গেই হেসে হেসে কোন গল্পে মশগুল অজয়?

এর মধ্যে ভাইরাল হয় অজয়-আফ্রিদির একটি ছবি। যেখানে দেখা যায়, দু’জনেই হাসিমুখে কথা বলছেন। ‘অপারেশন সিঁদুর’-এর পর অভিনেতার এ হেন ছবিতে ক্ষুব্ধ নেটপাড়ার একাংশ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২১ জুলাই ২০২৫ ১৮:৪২
Share:

আফ্রিদির সঙ্গে গল্পে মশগুল অজয়। ছবি: সংগৃহীত।

পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারত ও পাকিস্তানের সম্পর্কে অবনতি হয়েছে। এই মুহূর্তে পাকিস্তানি শিল্পী থেকে খেলোয়াড়েরা নিষিদ্ধ ভারতে। সাংস্কৃতিক আদান-প্রদান বন্ধ। পহেলগাঁওয়ের ঘটনার পর ভারত-বিদ্বেষী একাধিক মন্তব্য করেন পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি। এমনকি, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কটুকথাও বলেন। তাঁর দাবি, ভারতের উচিত কাশ্মীরকে পাকিস্তানের হাতে সঁপে দেওয়া। তার পর থেকেই আফ্রিদির উপর ক্ষিপ্ত ভারতীয়রা। এ বার সেই শাহিদ আফ্রিদির সঙ্গে হাসিমুখে কথা বলছেন অজয় দেবগন! নিমেষে ভাইরাল ছবির সেই সত্যতা কতটা?

Advertisement

বিভিন্ন দেশের প্রাক্তন ক্রিকেটারদের নিয়ে ইংল্যান্ডের এজবাস্টনে চলছে ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’। ১৮ জুলাই শুরু হয়েছে প্রতিযোগিতা। ভারতীয় দলের অধিনায়ক যুবরাজ সিংহ। রবিবার এজবাস্টনে ভারত-পাকিস্তান ম্যাচ হওয়ার কথা ছিল। এই ম্যাচ নিয়ে আপত্তি জানান ভারতীয় সমর্থকেরা। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় অন্তত ২৬ জন নিহত হয়েছিলেন। সেই স্মৃতি এখনও টাটকা। অবশেষে ভারতীয় ক্রিকেটারদের চাপে পড়ে সিদ্ধান্ত বদলাতে বাধ্য হন আয়োজকেরা। ‘ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস’ প্রতিযোগিতায় ভারত-পাকিস্তান ম্যাচ ইতিমধ্যেই বাতিল হয়েছে। হরভজন সিংহ, শিখর ধাওয়ান, সুরেশ রায়না, ইরফান ও ইউসুফ পাঠানরা নাম তুলে নিতেই বাতিল হয় খেলা।

এর মধ্যে ভাইরাল হয় অজয়- আফ্রিদির একটি ছবি। যেখানে দেখা যায়, দুজনেই হাসিমুখে কথা বলছেন। ‘অপারেশন সিঁদুর’র পর অভিনেতার এ হেন, ক্ষুব্ধ নেটাপাড়ার একাংশ। এমনকী অজয়কে ‘বয়কটে’র ডাকও দেওয়া হচ্ছিল। যদিও আসল সত্যিটা হল ছবিটি বর্তমান সময়ের নয়। বরং গত বছরের লেজেন্ডসদের চ্যাম্পিয়নশিপের সময়ের ছবি। ২০২৪-এ ফাইনালে মুখোমুখি হয়েছিল দুই দল। সেই সময় এজবাস্টনে অজয় ও আফ্রিদি ছবি তুলেছিলেন। যদিও সে বার ভারতই জিতে ছিল এই ম্যাচে। তবে সমাজমাধ্যমের ভাইরালের যুগে অনেকেই যাচাই না করেই আগে ভাগেই অজয়কে নিয়ে সিদ্ধান্তে পৌঁছে যান।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement