Entertainment News

কর্ণের সঙ্গে আসল সম্পর্কটা স্বীকার করলেন মণীশ?

আসল ঘটনাটি ঠিক কী?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৯ মে ২০১৮ ১৩:৪৫
Share:

মণীশ এবং কর্ণ। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

বলিউডের প্রথম সারির পরিচালকদের তালিকায় তাঁর নাম থাকে। বক্স অফিসেও তাঁর ছবি ভালই ব্যবসা করে। এ হেন কর্ণ জোহরের পেশার পাশাপাশি তাঁর ব্যক্তিগত জীবন নিয়েও যথেষ্ট চর্চা হয় সিনে মহলে। কিন্তু চর্চার বিষয়টি ঠিক কী?

Advertisement

আসলে শোনা যায়, কর্ণের মহিলাদের তুলনায় নাকি পুরুষদের সঙ্গ বেশি পছন্দের। তাঁর প্রচুর মহিলা বন্ধু থাকলেও যৌন পছন্দের নিরিখে তিনি নাকি পুরুষদের পছন্দ করেন। যদিও এ নিয়ে প্রকাশ্যে কখনও মুখ খোলেননি তিনি। কিছুদিন আগে সরোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হওয়ার পরও এই চর্চা থামেনি।

ঠিক একই রকম চর্চা হয় ডিজাইনার মণীশ মলহোত্রাকে নিয়েও। এমনকি কর্ণমণীশের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গসিপ কম হয়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট দেখে অনেকেরই মনে হচ্ছে তাঁদের আসল সম্পর্কটা এ বার প্রকাশ্যেই স্বীকার করে ফেললেন মণীশ। 😊👍❤️! ♥️

Advertisement

😊👍❤️! ♥️

ঠিক একই রকম চর্চা হয় ডিজাইনার মণীশ মলহোত্রাকে নিয়েও। এমনকি কর্ণমণীশের ব্যক্তিগত সম্পর্ক নিয়েও গসিপ কম হয়নি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট দেখে অনেকেরই মনে হচ্ছে তাঁদের আসল সম্পর্কটা এ বার প্রকাশ্যেই স্বীকার করে ফেললেন মণীশ। 😊👍❤️! ♥️

আসল ঘটনাটি ঠিক কী?


এই সেই পোস্ট।

আর তাতেই ওয়েব অডিয়েন্সের প্রশ্ন, পরোক্ষে হলেও নিজেদের ‘কাপল’ বলে তা হলে কি স্বীকার করে নিলেন মণীশ? যদিও এ নিয়ে প্রকাশ্যে কেউই মুখ খোলেননি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement