Entertainment News

পরিচালক রাজামৌলি নিজেও অভিনয় করেছেন ‘বাহুবলী’তে?

তিনি হাত ছোঁয়ালেই যে বক্স অফিসে সাফল্য আসবে তা প্রমাণিত। তিনি হাত ছোঁয়ালেই যে ভাল অভিনয় করিয়ে নিয়ে পারেন তাও প্রমাণিত। সৌজন্যে ‘বাহুবলী’। আর তিনি অর্থাত্ পরিচালক এস এস রাজামৌলি। ‘বাহুবলী’র দু’টি পার্টই বক্স অফিসে সাফল্য পেয়েছে। অভিনেতাদের ভিতর থেকে তাঁদের সেরাটা বের করে এনেছেন পরিচালক। কিন্তু তিনি নিজেও যে ভাল অভিনয় করেন, তা কি জানতেন?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ১৩:১১
Share:

তিনি হাত ছোঁয়ালেই যে বক্স অফিসে সাফল্য আসবে তা প্রমাণিত। তিনি হাত ছোঁয়ালেই যে ভাল অভিনয় করিয়ে নিয়ে পারেন তাও প্রমাণিত। সৌজন্যে ‘বাহুবলী’। আর তিনি অর্থাত্ পরিচালক এস এস রাজামৌলি। ‘বাহুবলী’র দু’টি পার্টই বক্স অফিসে সাফল্য পেয়েছে। অভিনেতাদের ভিতর থেকে তাঁদের সেরাটা বের করে এনেছেন পরিচালক। কিন্তু তিনি নিজেও যে ভাল অভিনয় করেন, তা কি জানতেন? নিজের ছবিতেই অভিনয় করেছেন রাজামৌলি। দর্শক হিসেবে হয়তো আপনারা তাঁকে দেখেছেন বড়পর্দায়। কিন্তু চিনতে পারেননি।

Advertisement

আরও পড়ুন, এই শিশুটি এখন বক্স অফিস শাসন করছেন, কে ইনি?

একটু মনে করিয়ে দেওয়া যাক। ‘বাহুবলী দ্য বিগিনিং’-এ একটি ক্যামিও চরিত্রে ছিলেন রাজামৌলি। মনে পড়ছে? অমরেন্দ্র বাহুবলী এক মদ বিক্রেতার সঙ্গে তর্ক করছিলেন? তাঁকে আরও বেশি করে পানীয় দিতে বলছিলেন প্রভাস। সেই দৃশ্যে ওই মদ বিক্রেতার ভূমিকায় অভিনয় করেছিলেন পরিচালক স্বয়ং। তবে ‘বাহুবলী: দ্য কনক্লুশান’-এ নিজের জন্য কোনও চরিত্র রাখেননি তিনি। এই ছবি ভেঙে দিয়েছে বক্স অফিসের যাবতীয় রেকর্ড। ইতিমধ্যেই প্রথম ভারতীয় সিনেমা হিসেবে এক হাজার কোটির বেশি ব্যবসা করে ফেলেছে ‘বাহুবলী’ পার্ট টু।

Advertisement

‘বাহুবলী দ্য বিগিনিং’-এ রাজামৌলি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement