Diljit Dosanjh

পাক অভিনেত্রীর সঙ্গে ছবি করার মাশুল, ভারতে মুক্তি না পেলেও হানিয়াকে নিয়ে কী বললেন দিলজিৎ!

হানিয়াকে নিয়ে যত আপত্তি, যার ফলে দিলজিতের আসন্ন ছবি ‘সর্দারজি ৩’ মুক্তি পাচ্ছে না ভারতে।সহ-অভিনেত্রীকে নিয়ে কী বললেন অভিনেতা?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ জুন ২০২৫ ২১:২১
Share:

হানিয়া আমিরের প্রশংসায় পঞ্চমুখ দিলজিৎ। ছবি: সংগৃহীত।

দিলজিৎ দোসাঞ্জের আগামী ছবি ‘সর্দারজি ৩’ নিয়ে উত্তাল দেশ, বিনোদন দুনিয়া। গত সোমবার ছবির প্রথম ঝলক মুক্তি পাওয়ার পরেই গায়ক-নায়কের সমস্ত কাজ নিষিদ্ধ করার আবেদন জানায় ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ (এফডব্লিউআইসিই)। সংগঠনের সভাপতির দাবি, দিলজিৎ জাতীয় অনুভূতিকে অসম্মান করেছেন। তাঁর পাসপোর্ট বাতিল করার পর্যন্ত আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে।

Advertisement

পহেলগাঁও কাণ্ডের পর থেকে ভারতে নিষিদ্ধ পাকিস্তানের শিল্পীরা। এমনকি, পাকিস্তানি শিল্পীদের সমাজমাধ্যমও বন্ধ করা হয়েছে ভারতে। বলিউডের বেশ কয়েকটি ছবির পোস্টার থেকে বাদ দেওয়া হয়েছে পাক শিল্পীদের মুখ। ‘সর্দারজি ৩’ থেকে হানিয়াকে বাদ দেওয়ার দাবি উঠেছিল। কিন্তু পহেলগাঁও কাণ্ডের বেশ কিছু দিন আগেই শেষ হয়ে গিয়েছিল দিলজিতের এই ছবির শুটিং। তাই হানিয়াকে নিয়েই সেই ছবির কাজ শেষ করতে হয় পঞ্জাবি শিল্পীকে।

ছবির ঝলক মুক্তি পেয়েছে সম্প্রতি। সেই ঝলকেই স্পষ্ট, কোনও ভাবেই সরিয়ে দেওয়া যায়নি হানিয়াকে। তিনি ছবিতে রয়েছেন। তবে সেই ঝলক ইউটিউবে ভারতীয় দর্শকেরা দেখতে পাচ্ছেন না। নির্মাতারাই এই ছবির ঝলক ভারতীয়দের জন্য প্রকাশ করেননি। তাই ভারতে এই ছবি মুক্তি পাচ্ছে না। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দিলজিৎ নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন, “২৭ জুন ‘সর্দারজি ৩’ শুধুমাত্র আন্তর্জাতিক মহলেই মুক্তি পাচ্ছে। তবু বিতর্ক যেন থামছে না। অবশেষে মুখ খুলতে বাধ্য হলেন দিলজিৎ। তিনি বলেন, ‘‘ প্রযোজকের অনেক টাকা ঢুকে আছে। যখন এই ছবিটা বানানো হয় তখন সব ঠিকই ছিল। ফেব্রুয়ারিতে যখন শুটিং করেছিলাম ঠিকই ছিল সব। তার পর যা ঘটল তা আমাদের হাতের বাইরে। প্রযোজকেরা বুঝতেই পেরেছিলেন, এই ছবি ভারতে মুক্তি পাবে না। তাই বিদেশে মুক্তির বন্দোবস্ত করা হয়।’’ শত বিতর্ক সত্ত্বেও সহ অভিনেত্রীর হানিয়ার পেশাদারিত্বের সুনাম করেছেন অভিনেতা। দিলজিৎ বলেন, ‘‘ অসম্ভব পেশাদার, আমি খুব সম্মান করি ওকে। ভীষণ চুপচাপ নিজের মধ্যেই থাকত। আমিও নিজের মতো থাকতাম। কথা হত যতটুকু প্রয়োজন ততটুকু।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement