Entertainment News

অসুস্থ শরীরে অভিনয় করতে গিয়ে জ্ঞান হারালেন অভিনেত্রী!

‘পানিপুরি’র প্রযোজক সন্দীপ শিকান্দ সোশ্যাল মিডিয়ায় দীপিকার একটি ছবি শেয়ার করেছেন। দেখা যাচ্ছে সোফায় শুয়ে রয়েছেন দীপিকা। তাঁকে ঘিরে রয়েছেন টিমের বাকি সদস্যরা। ছবির ক্যাপশনে সন্দীপ লিখেছেন, ‘হিরোইন অজ্ঞান হয়ে গিয়েছে।’

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০১৯ ১২:৫৭
Share:

অসুস্থ দীপিকা। ভাইরাল হয়েছে এই ছবিটি।— ইনস্টাগ্রাম থেকে গৃহীত।

শুটিং ফ্লোরে সবাই ব্যস্ত। ক্যামেরা রেডি। পরিচালক অভিনেতাদের দৃশ্য বুঝিয়ে দিয়েছেন। এ বার শট নেওয়া হবে। ঠিক তার আগের মুহূর্তে অজ্ঞান হয়ে গেলেন অভিনেত্রী। না! এ কোনও চিত্রনাট্যের অংশ নয়। বাস্তবেই অসুস্থ হয়ে পড়ায় অজ্ঞান হয়ে গেলেন অভিনেত্রী। সম্প্রতি এই ঘটনা ঘটেছে হিন্দি টিভি শো ‘পানিপুরি’র সেটে। অসুস্থ হয়ে পড়েন জনপ্রিয় অভিনেত্রী দীপিকা কাকার।

Advertisement

‘পানিপুরি’র প্রযোজক সন্দীপ শিকান্দ সোশ্যাল মিডিয়ায় দীপিকার একটি ছবি শেয়ার করেছেন। দেখা যাচ্ছে সোফায় শুয়ে রয়েছেন দীপিকা। তাঁকে ঘিরে রয়েছেন টিমের বাকি সদস্যরা। ছবির ক্যাপশনে সন্দীপ লিখেছেন, ‘হিরোইন অজ্ঞান হয়ে গিয়েছে।’

সূত্রের খবর, দীপিকা বেশ কিছু দিন ধরেই অসুস্থ। সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে শেয়ার করা এক ছবিতে ছিল সেই ইঙ্গিত। তার মধ্যেও শুটিং করতে গিয়েই কি ফের অসুস্থ হয়ে পড়লেন? এ প্রশ্ন রয়েছে ইন্ডাস্ট্রির অন্দরেই।

Advertisement

দেখুন, বিনোদনের নানা কুইজ

যদিও গোটা ব্যাপারটি নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি দীপিকা। ফলে দীপিকার অসুস্থতার খবর বা ভাইরাল হওয়া ছবির সত্যতা নিয়েও প্রশ্ন উঠছে কোনও কোনও মহলে।

আরও পড়ুন, টলিউডের এই স্টার কিডরা কি অভিনয়কেই পেশা করবে?

“Heroine” toh faint ho gayi 😱😱

A post shared by Sandiip Sikcand (@sandiipsikcand) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের সমস্ত গসিপ পড়তে চোখ রাখুন আমাদের বিনোদন বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement