Manish Gupta

বকেয়া বেতন চাইতেই গাড়ির চালককে ছুরিকাঘাত বলিউডের নামী পরিচালকের!

মণীশের বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ২১:২৪
Share:

কাঠগড়ায় বলিউডের খ্যাতনামী পরিচালক। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

গাড়ির চালকের সঙ্গে বকেয়া বেতন নিয়ে বচসা। তাতেই নাকি রেগে যান পরিচালক মণীশ গুপ্ত। সোজা রান্নাঘর থেকে ছুরি এনে কোপ বসিয়ে দেন চালককে। শুক্রবারই পরিচালকের বিরুদ্ধে চালক রাজীবুল ইসলাম লস্কর মামলা দায়ের করেন ভারসোভা থানায়। জানা গিয়েছে, শুক্রবার দুপুর দুটো নাগাদ মণীশের অফিসে এই ঘটনা ঘটে। তার পরেই চালক আহত অবস্থায় থানায় অভিযোগ জানান।

Advertisement

গত তিন বছর ধরে মণীশের গাড়ির চালক হিসাবে কাজ করছিলেন অভিযোগকারী রাজিবুল ইসলাম লস্কর । মণীশের বিরুদ্ধে এই অভিযোগের ভিত্তিতে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের করা হয়েছে। বিপজ্জনক অস্ত্র দিয়ে হত্যার চেষ্টা, শান্তিভঙ্গ, উস্কানি দেওয়ার চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে তাঁর নামে। ইতিমধ্যেই পুলিশের হাতে ধরা পড়েছেন পরিচালক। জিজ্ঞাসাবাদের সময় পরিচালক তাঁর বিরুদ্ধে আনা যাবতীয় অভিয়োগ অস্বীকার করেছেন। তাঁর গাড়ির চালক সবটাই মিথ্যে বলেছেন, এমনটাই দাবি করেছেন। মণীশের কথায়, ‘‘সিসিটিভি ফুটেজের স্ক্রিনশটে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন, অভিযোগকারী রাজিবুল তাঁর ডান হাত তার পেটের উপর চেপে ধরে আছে। কিন্তু তার পেটের দিকে একটু জ়ুম করে দেখুন, আপনি দেখতে পাবেন যে, সেখানে কোনও রক্ত নেই! যদি তাকে ছুরি দিয়ে আঘাত করা হয়, তা হলে কী ভাবে কোনও রক্ত নেই ? সে স্বাভাবিক ভাবেই হাঁটছে। কোনও ছুরিবিদ্ধ ব্যক্তির মতো নয়। কারণ সে মিথ্যা বলছিল।’’ এমনকি, এই তিন বছরে বেতন দেওয়ার বিষয়ে মণীশ ছিলেন অনিয়মিত, সেই অভিযোগও অস্বীকার করেন পরিচালক।

‘দ্য স্টোনম্যান মার্ডারস’, ‘ডর না জ়রুরি হ্যায়’-এর মতো ছবির পরিচালক তিনি। পরিচালনার আগে রামগোপাল ভার্মার কাছে চিত্রনাট্যকারের কাজ করতেন মণীশ। ‘সরকার’-এর চিত্রনাট্য তাঁরই লেখা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement