মমতার শরণে মোদীভক্ত পরিচালক

পরিচালক চিঠিতে জানিয়েছেন, ছবিটিতে তিনি বাংলার এক ঘরের ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলেছেন, যিনি মমতারই মতো জাতধর্মের উর্ধ্বে উঠে জনকল্যাণে ব্রতী হয়েছিলেন।

Advertisement

নিজস্ব সংবদদাতা

শেষ আপডেট: ৩০ এপ্রিল ২০১৮ ০৩:২৫
Share:

কোনও দল করার কথা অস্বীকার করেন তিনি। কিন্তু নিজেকে নরেন্দ্র মোদীর ভক্ত বলে দাবি করেন। সেই চিত্রপরিচালক মিলন ভৌমিক এ বার তাঁর একটি ছবির মুক্তি নিয়ে জটিলতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শরণ নিলেন।

Advertisement

গত শুক্রবার মুক্তিপ্রাপ্ত ‘দাঙ্গা, দ্য রায়ট’-নামের ছবিটি এখন কলকাতার বেলেঘাটায় ও বহরমপুরের দু’টি হলে চলছে। কিন্তু মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে তিনি অভিযোগ জানিয়েছেন, পুলিশ-প্রশাসন ভুল বুঝে তাঁর মতো এক জন ‘নির্দল দায়িত্বশীল’ পরিচালকের ছবি হল মালিকদের উপরে চাপ সৃষ্টি করে তুলে নিতে বাধ্য করছে। রাজ্য জুড়ে বেশ ক’টি হল থেকে শেষ মুহূর্তে ছবিটি সরানো হয়েছে। পরিচালক চিঠিতে জানিয়েছেন, ছবিটিতে তিনি বাংলার এক ঘরের ছেলে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা বলেছেন, যিনি মমতারই মতো জাতধর্মের উর্ধ্বে উঠে জনকল্যাণে ব্রতী হয়েছিলেন। ছবিটির সেন্সর-পর্বে অবশ্য কলকাতা ও মুম্বইয়ে জট পাকিয়েছিল। বেশ কয়েক মাস টানাপড়েনের পরে সেটি মুক্তির ছাড়পত্র পায়। কিন্তু সমস্যা পিছু ছাড়েনি। এর পরিবেশক কৃষ্ণ দাগাও জানাচ্ছেন, বেশ কিছু হলে ছবিটি দেখাতে বাধা দিচ্ছে পুলিশ-প্রশাসন।

তবে টালিগঞ্জের প্রথম সারির পরিবেশকেরা অনেকেই বলছেন, কলকাতা বা রাজ্যের প্রথম সারির হলগুলি এ ছবি দেখাতে নিজেরাই আগ্রহী ছিল না। পুলিশও বলছে, সেন্সরের ছাড়পত্র পাওয়া কোনও ছবি দেখাতে বাধা দেওয়ার প্রশ্নই ওঠে না। তাদের প্রশ্ন, প্রশাসন বাধা দিলে ছবিটি দু’-একটি হলে চলছে কী করে? ছবিটি দেখাতে বাধা দেওয়ার প্রতিবাদে এখন হাইকোর্টে যাওয়ার তোড়জোড় করছেন মিলনবাবু।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement