Saraswatipujo 2026

পায়ে আলতা, লালপেড়ে শাড়িতে রাজ-শুভশ্রীর কন্যা, হাতেখড়ি হল ইয়ালিনির

নভেম্বর এলে তিন বছর হবে রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনির। অনেকে ২০২৫ সালেই শুভশ্রীকে প্রশ্ন করেছিলেন ইয়ালিনির হাতেখড়ি নিয়ে। এই বছর মায়ের কোলে বসে হাতেখড়ি হল ছোট্ট ইয়ালিনির।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৩:০২
Share:

মা শুভশ্রীর কোলে বসে হাতেখড়ি হল ইয়ালিনির। ছবি: সংগৃহীত।

পরনে লালপেড়ে সাদা শাড়ি। পায়ে আলতা। গলায় দক্ষিণী হার। সরস্বতীপুজোর সকালে রাজ চক্রবর্তী এবং শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের মেয়ে যেন ছোট্ট প্রতিমা। প্রতি বছরই পরিচালকের অফিসে ধুমধাম করে সরস্বতীপুজোর আয়োজন করা হয়। এ বছরেও তাই হয়েছে। কিন্তু এই দিনটা অন্য বারের তুলনায় বিশেষ। এক দিকে মেয়ের হাতেখড়ি। অন্য দিকে রাজের ‘হোক কলরব’ ছবি মুক্তি পাচ্ছে একই দিনে।

Advertisement

নভেম্বর এলে তিন বছর হবে রাজ-শুভশ্রীর কন্যা ইয়ালিনির। অনেকে ২০২৫ সালেই শুভশ্রীকে প্রশ্ন করেছিলেন ইয়ালিনির হাতেখড়ি নিয়ে। এই বছর মায়ের কোলে বসে হাতেখড়ি হল ছোট্ট ইয়ালিনির। রাজ বললেন, “প্রথম বার শাড়ি পরেছে। খুব উত্তেজিত। আবার আলতা পরেছে পায়ে। ঠাকুরমশাই মন্ত্র বলার আগে নিজেই ‘ওয়ান-টু’ বলতে শুরু করেছে।” এই দিন পরিচালকের খুবই ব্যস্ততা। এক দিকে ছবিমুক্তি তার সঙ্গে পুজো।

সরস্বতীপুজোয় সবুজ শাড়িতে সেজেছিলেন শুভশ্রী। ছেলে ইউভানকে পাশে বসিয়ে পুষ্পাঞ্জলি দিলেন নায়িকা। আর সবটা ফ্রেমবন্দি করলেন রাজ। প্রতি বারের মতো পরিচালকের অফিসে বড় আয়োজন। ভোগেরও আয়োজন হয়েছে। তবে এ দিন সব আয়োজনের মধ্যমণি একরত্তি ইয়ালিনি। শাড়ি পরে চারিদিকে তার দৌরাত্ম্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement