Entertainment News

নতুন বন্ধু… তৈমুরের সঙ্গী দুই শিশুর আসল পরিচয় জানেন?

গত প্রায় এক বছরে সইফ-করিনার সন্তানের ছবি এত বার সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে যে, তৈমুরকে সহজেই চেনা যাচ্ছে। কিন্তু তার পাশে বসে থাকা শিশু দুটি কারা?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০১৭ ১২:২৫
Share:

সোশ্যাল মিডিয়ায় এই ছবি এখন ভাইরাল।— ইনস্টাগ্রামের সৌজন্যে।

ছবিটা দেখুন। একেবারে বাঁদিকে হলুদ জামা পরে বসে রয়েছে তৈমুর আলি খান। গত প্রায় এক বছরে সইফ-করিনার সন্তানের ছবি এত বার সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছে যে, তৈমুরকে সহজেই চেনা যাচ্ছে। কিন্তু তার পাশে বসে থাকা শিশু দুটি কারা?

Advertisement

না! খুব বেশি রহস্যের অবকাশ নেই। কারণ এই ছবি শেয়ার করেছেন পরিচালক কর্ণ জোহর। তৈমুরের সঙ্গে থাকা দুই শিশু কর্ণের সন্তান যশ ও রুহি জোহর।

সম্প্রতি এই স্টার কি়ডরা রানি মুখোপাধ্যায় ও আদিত্য চোপড়ার মেয়ে আদিরার জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিল। সেখানেই তোলা হয়েছে এই ছবি। পার্টিতে বহু তারকা উপস্থিত থাকলেও লাইমলাইট ছিল এই খুদে সেলেবদের ওপরেই।

Advertisement

আরও পড়ুন, বলিউডে পুরুষরা বেশি ইনসিকিওর, বিস্ফোরক সোনাক্ষী

বি-টাউনে অনেকেই এই ছবি দেখে বলছেন, নতুন বন্ধুত্বের সূচনা হল। ওয়েব দুনিয়াতেও আপাতত ভাইরাল এই তিন খুদে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement