গেস করুন তো, বিপাশা-কর্ণের পোস্ট ম্যারেজ প্ল্যান কী?

এখনও পর্যন্ত মাত্র একটি ছবিতে অনস্ক্রিন রোমান্স শেয়ার করেছেন তাঁরা। তাতে তো আর অফস্ক্রিন প্রেম থেমে থাকবে না। প্রায় দু’বছর ডেটিংয়ের পর বিয়ে করছেন বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভার। বিয়ের প্রস্তুতির সঙ্গে সঙ্গে তাঁরা পোস্ট ম্যারেজ প্ল্যানও সেরে ফেলেছেন।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ১৪:৪২
Share:

এখনও পর্যন্ত মাত্র একটি ছবিতে অনস্ক্রিন রোমান্স শেয়ার করেছেন তাঁরা। তাতে তো আর অফস্ক্রিন প্রেম থেমে থাকবে না। প্রায় দু’বছর ডেটিংয়ের পর বিয়ে করছেন বিপাশা বসু এবং কর্ণ সিংহ গ্রোভার। বিয়ের প্রস্তুতির সঙ্গে সঙ্গে তাঁরা পোস্ট ম্যারেজ প্ল্যানও সেরে ফেলেছেন।

Advertisement

গেস করুন তো, সেটা কী?

না! হনিমুনের প্ল্যান নয়। ফ্যামিলি প্ল্যানিংও নয়।

Advertisement

বরং যুগলে একটা প্রোডাকশন কোম্পানি খুলবেন। আর একসঙ্গেই ছবি প্রযোজনা শুরু করবেন। সব মিলিয়ে ফ্যামিলি ইনকাম কী ভাবে বাড়ানো যায় সে চেষ্টাই করছেন বিপাশা-কর্ণ।

যদিও নিন্দুকদের দাবি, বিপাশা বা কর্ণ কারও হাতেই এখন কোনও কাজ নেই। কেরিয়ারে খারাপ সময় চলছে দু’জনের। তাই প্রোডাকশন হাউস খুলে ইন্ডাস্ট্রিতে টিকে থাকার চেষ্টা চালাচ্ছেন তাঁরা।

আরও পড়ুন, বিপাশার বিয়েতে এক্সদের ‘নো এন্ট্রি’!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement