শাঁখা-পলার সঙ্গে বিকিনি! এই বাঙালি বৌদিকে চেনেন?

হাতে শাঁখা-পলা অথচ পরনে বিকিনি! এমন বাঙালি বৌদি দেখেছেন? না দেখে থাকলে এ বার দেখে নিন। তিনি হাজির আপনার চোখের সামনে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মে ২০১৬ ১২:৫৬
Share:

হাতে শাঁখা-পলা অথচ পরনে বিকিনি!

Advertisement

এমন বাঙালি বৌদি দেখেছেন?

না দেখে থাকলে এ বার দেখে নিন। তিনি হাজির আপনার চোখের সামনে।

Advertisement

এ আবার যে সে বৌদি নন। একেবারে সেলেব বৌদি। বিপাশা বসু। সদ্য বিয়ে হয়েছে নায়িকার। আর বিয়ের পর গ্র্যান্ড রিসেপশন সেরেই মলদ্বীপ পাড়ি দিয়েছেন হনিমুনে। আর সেখানেই পোজ দিলেন এই নয়া লুকে। সে ছবি শেয়ারও করলেন সোশ্যাল মিডিয়ায়।

দেখুন, বিয়ের পর বিপাশার প্রথম চুমু

ছবিতে দেখা যাচ্ছে ট্যানড অ্যান্ড টোনড বডিতে রঙিন বিকিনি পরেছেন নায়িকা। চোখে সানগ্লাস, গোলাপি ঠোঁটের পাউট, নজরকাড়া টুপি— এ সব তো আছেই। কিন্তু গোটা লুকে একটু খেয়াল করলেই দেখা যাচ্ছে তাঁর হাতের শাঁখা, পলা এবং লোহা। সব মিলিয়ে এই নতুন বাঙালি বৌদির বিকিনি লুক এখন হিট ওয়েব ওয়ালে।


ইনস্টাগ্রামে শেয়ার করা বিপাশার সেই ছবি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement