Entertainment News

এঁদের আপনি চেনেন, কারা বলুন তো?

এই ফাদার অ্যান্ড বেবি ডুয়োকে আপনি চেনেন। কারা বলুন তো? বেবিকে না চিনলেও বেবির বাবা আপনাদের পরিচিত। একটু ক্লু দেওয়া যাক। এই সেলেব ফাদার হলেন বি-টাউনের ‘খিলাড়ি’। এ বার নিশ্চয়ই আর গেস করতে কোনও অসুবিধে নেই।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০১ অগস্ট ২০১৬ ১৫:৪৫
Share:

মেয়ের সঙ্গে অক্ষয়। ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

এই ফাদার অ্যান্ড বেবি ডুয়োকে আপনি চেনেন। কারা বলুন তো?

Advertisement

বেবিকে না চিনলেও বেবির বাবা আপনাদের পরিচিত। একটু ক্লু দেওয়া যাক। এই সেলেব ফাদার হলেন বি-টাউনের ‘খিলাড়ি’। এ বার নিশ্চয়ই আর গেস করতে কোনও অসুবিধে নেই।

ঠিক ধরেছেন। ইনি অক্ষয় কুমার। সঙ্গে অক্ষয়ের মেয়ে নিতারা। এই ছবিটি অক্ষয় শেয়ার করেছেন তাঁর সোশ্যাল ওয়ালে। তার পরই তা নিয়ে আলোচনা শুরু হয়েছে বলি পাড়ায়।

Advertisement

গত রবিবার বৃষ্টির দুপুরে মুম্বইয়ের বাংলোয় তোলা ছবি এটি। গোলাপি রেনকোট আর হলুদ প্যান্টে সেজেছে নিতারা। ছাতা নিয়ে বাবার সঙ্গে হাঁটতে বেরিয়েছে বাড়ির বাগানে। ছবির ক্যাপশনে অক্ষয় লিখেছেন, ‘আমার মেয়ে নিতারা যে কোনও দিনকেই স্বর্গের মতো সুন্দর তৈরি করে দিতে পারে। …সানডে, ফানডে।’’

আরও পড়ুন, নুড ফটোশুট করা নিশাকে আজ কেমন দেখতে?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement