এই ভূতের কেরামতি শুনলে অবাক হবেন!

সলমন খানের ‘সুলতান’ দিয়ে একা বলিউড নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিও বক্স অফিসে তুমুল সাফল্য পাচ্ছে। সৌজন্যে তামিল হরর-কমেডি ‘ঢিলুক্কু ঢুঢু’। প্রথম সপ্তাহেই তামিলনাড়ুতে ১২ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। পরিচালক রামবালা বললেন, ‘‘ভয়ের সঙ্গে কমেডিকে মিলিয়ে দিতে পেরেছিলাম। আর সেটাই দর্শকদের ভাল লেগেছে।’’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১২ জুলাই ২০১৬ ১২:০৩
Share:

‘ঢিলুক্কু ঢুঢু’ ছবির একটি দৃশ্য।

সলমন খানের ‘সুলতান’ দিয়ে একা বলিউড নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রিও বক্স অফিসে তুমুল সাফল্য পাচ্ছে। সৌজন্যে তামিল হরর-কমেডি ‘ঢিলুক্কু ঢুঢু’। প্রথম সপ্তাহেই তামিলনাড়ুতে ১২ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। পরিচালক রামবালা বললেন, ‘‘ভয়ের সঙ্গে কমেডিকে মিলিয়ে দিতে পেরেছিলাম। আর সেটাই দর্শকদের ভাল লেগেছে।’’ ট্রেড অ্যানালিস্ট ত্রিনাথের কথায়, ‘‘মাত্র চার দিনে ১২ কোটি টাকার ব্যবসা করেছে ছবিটি। ইদের উইএন্ডটা আমরা কাজে লাগেতে পেরেছি।’’ ইন্ডাস্ট্রির একটা বড় অংশের মতে, একই সময় ‘সুলতান’ মুক্তি পেয়েছে, তবুও ছবিটি দারুণ ব্যবসা করছে। ফলে দক্ষিণী ছবিও যে দর্শক পছন্দ করছেন, এটা তারই প্রমাণ। সৌরভ শুক্লা, আনন্দ রাজের মতো অভিনেতাদের পারফরম্যান্স এ ছবিতে নজর কেড়েছে সকলের।

Advertisement

আরও পড়ুন, এই বলি-কাপলদের বয়সের এত ফারাক!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement