প্রথম দেখা হলে সলমন এটা জানতে চাইবেন! আপনি তৈরি তো?

ধরুন সলমন খানের সঙ্গে দেখা হল আপনার। আরে না না! রাস্তায় বা ভিড় মেট্রোতে দেখা হওয়ার কথা বলছি না। কোনও ফিল্মি পার্টি হোক, ছবির প্রিমিয়ার হোক বা যে কোনও ইভেন্ট। যদি একবার ভাইজানের সামনে পড়েন, তা হলে একটা কমন প্রশ্ন আপনাকে ফেস করতে হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ১৩:০৬
Share:

ধরুন সলমন খানের সঙ্গে দেখা হল আপনার।

Advertisement

আরে না না! রাস্তায় বা ভিড় মেট্রোতে দেখা হওয়ার কথা বলছি না। কোনও ফিল্মি পার্টি হোক, ছবির প্রিমিয়ার হোক বা যে কোনও ইভেন্ট। যদি একবার ভাইজানের সামনে পড়েন, তা হলে একটা কমন প্রশ্ন আপনাকে ফেস করতে হবে। সল্লু মিঞার খুব ঘনিষ্ঠ হোন বা সদ্য পরিচিত সকলেই সেই অমোঘ প্রশ্ন কখনও না কখনও ফেস করেছেন। সেটা কী বলুন তো?

সম্প্রতি টুইটারে এই রহস্যের সমাধান করেছেন ‘সুলতান’ ছবির পরিচালক আলি আব্বাস জাফর। তিনি লিখেছেন, ‘সলমনের সঙ্গে যখন প্রথম কারও দেখা হয় ও জানতে চায়, খেয়েছ? এসো একসঙ্গে খেয়ে নিই।’ আলি জানিয়েছেন, সলমন এতটাই ডাউন টু আর্থ। বন্ধুত্বের মর্যাদা দিতে জানেন তিনি। তাই কারও সঙ্গে আলাপ হলে সেই রিলেশনটা মেনটেনও করতে চান নায়ক।

Advertisement

আরও পড়ুন, গেস করুন তো, সলমন খান কীসে ভয় পান?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement