Entertainment News

কার সঙ্গে প্রেম করছেন সোনম?

সোনমের কপূরের ‘লভ লাইফ’ নিয়ে খুব একটা গসিপ শোনা যায় না বলি মিডিয়ায়। কিন্তু, এ বার সামনে এল অনিল-কন্যার ডেটিংয়ের খবর। বি-টাউন সূত্রে খবর, দিল্লিবাসী ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে নাকি ডেট করছেন সোনম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ অগস্ট ২০১৬ ১৬:১২
Share:

সোনমের কপূরের ‘লভ লাইফ’ নিয়ে খুব একটা গসিপ শোনা যায় না বলি মিডিয়ায়। কিন্তু, এ বার সামনে এল অনিল-কন্যার ডেটিংয়ের খবর। বি-টাউন সূত্রে খবর, দিল্লিবাসী ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে নাকি ডেট করছেন সোনম। গত দু’বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। আর কয়েকদিনের মধ্যেই হয়তো অফিশিয়ালি এই সম্পর্কের কথা জানাবেন নায়িকা।

Advertisement

মার্কিন মুলুক থেকে পড়াশোনা শেষ করে ভারতে এসে পারিবারিক ব্যবসায় যোগ দেন আনন্দ। বিভিন্ন ব্যবসার পাশাপাশি সম্প্রতি ডিজাইনার ওয়্যারের নিজস্ব ব্র্যান্ডও লঞ্চ করেছেন তিনি। দিন কয়েক আগের এক সাক্ষাত্কারে সেই ব্র্যান্ডের বিশেষ প্রশংসাও করেছেন সোনম। সূত্রের খবর, কমন ফ্রেন্ডের মাধ্যমে আলাপ হয় তাঁদের। দুই বাড়িতেও সকলেই জানেন এ সম্পর্কের কথা। এ বার তা অফিশিয়াল করার পালা।

আরও পড়ুন, রণবীরের ব্রেকআপ নিয়ে মুখ খুললেন করিনা!

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement