Entertainment News

জানেন, তৈমুরের বেস্ট ফ্রেন্ড কে?

সম্প্রতি মুম্বইয়ে তুষার কপূরের ছেলে লক্ষ্যের এক বছরের জন্মদিনের পার্টিতে তৈমুরকে নিয়ে গিয়েছিলেন করিনা। সেই পার্টিতে নাকি অনেক শিশুর মধ্যে থেকেও আলাদা করে নজর কেড়েছিল তৈমুর ও লক্ষ্য।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ জুন ২০১৭ ১৪:৫৯
Share:

জন্মের পর থেকেই যাবতীয় লাইমলাইট কেড়ে নিয়েছে সইফ আলি খান ও করিনা কপূরের ছেলে তৈমুর আলি খান। কখনও তার নাম নিয়ে বিতর্ক, কখনও বা পাপারাত্‌জিদের ক্যামেরাবন্দি হয়ে শিরোনামে এসেছে এই খুদে সেলেব। এ বার চর্চায় এল তৈমুরের বেস্ট ফ্রেন্ড!

Advertisement

আরও পড়ুন, জামাইষষ্ঠী জিন্দাবাদ

সম্প্রতি মুম্বইয়ে তুষার কপূরের ছেলে লক্ষ্যের এক বছরের জন্মদিনের পার্টিতে তৈমুরকে নিয়ে গিয়েছিলেন করিনা। সেই পার্টিতে নাকি অনেক শিশুর মধ্যে থেকেও আলাদা করে নজর কেড়েছিল তৈমুর ও লক্ষ্য। তুষার নিজেই একটি ছবি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়। তা দেখে বি-টাউনের অনেকেই বলছেন, তৈমুর ও লক্ষ্য হয়তো বড় হয়ে খুব ভাল বন্ধু হবে।

Advertisement

এমনিতে মিডিয়ার থেকে তৈমুরকে দূরেই রাখতে চান করিনা। কিন্তু লক্ষ্যের জন্মদিনের পার্টিতে ছেলে নিয়ে হাসিমুখেই পোজ দিয়েছেন নায়িকা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement