Bollywood

তাজপুরের সমুদ্রে দর্শনা...সঙ্গে কে?

এক সপ্তাহের মধ্যে মিউজিক ভিডিয়োর এক মিলিয়ন থুরি দশ লক্ষ ভিউয়ারশিপ।ও পার বাংলার ইমরান মহমদুলের গানের ভিডিয়ো মানেই নানা চমক।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০১৮ ১২:৩৩
Share:

দর্শনা বণিক। ছবি ইনস্টাগ্রাম থেকে নেওয়া।

খোলামেলা লাল গাউনে সমুদ্রে এক পুরুষের সঙ্গে দর্শনা। দু’জনের নৈকট্য নিয়ে গুজব ছড়ালেও একটা মিউজিক অ্যালবামের জন্য এই প্রথম কাজ করলেন দর্শনা। আর কাজ করেই বাজিমাৎ।

Advertisement

এক সপ্তাহের মধ্যে মিউজিক ভিডিয়োর এক মিলিয়ন থুরি দশ লক্ষ ভিউয়ারশিপ। ও পার বাংলার ইমরান মহমদুলের গানের ভিডিয়ো মানেই নানা চমক। লোকেশনে বৈচিত্র ও রোমান্টিক ‘মেঘের ডানায়’ গানটি প্রকাশের পরেই দর্শকের তা মন কেড়েছে।

২৪ ঘন্টার আগেই গান দেখেছেন প্রায় দুই লক্ষেরও বেশি দর্শক।

Advertisement

দর্শনা বণিক এই ছবিটিই পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়।

গানটি দেখে হাজারও প্রশংসামূলক মন্তব্য করেছেন দর্শক। এ গানের কথা লিখেছেন এবং সুর করেছেন সৈয়দ নাফিস। গানটিতে ইমরানের সঙ্গে দ্বৈত কণ্ঠে আছেন মধুমন্তী বাগচী।

আরও পড়ুন: ফুটফুটে ছেলের জন্ম দিলেন সানিয়া মির্জা, গর্বিত শোয়েব​

দেশের জনপ্রিয় মডেলদের পাশাপাশি এর আগে কলকাতার নায়িকা কৌশানী, মৌমিতা হারিকে নিয়ে মিউজিক ভিডিয়ো করেছিলেন বাংলাদেশের অন্যতম সেরা গায়ক ইমরান। এ বার ইমরানের গানের মডেল হলেন কলকাতার সু-পরিচিত মডেল অভিনেত্রী দর্শনা বণিক।

আরও পড়ুন: জসলিনের সঙ্গে শারীরিক সম্পর্ক নিয়ে মুখ খুললেন অনুপ জালোটা

‘‘এত গ্ল্যামারাস মজার রোম্যান্টিক গানের চরিত্রে আমি আগে অভিনয় করিনি। এই কাজটা আমার জন্য এক নতুন অভিজ্ঞতা তৈরি করল। আর ইমরানের গান এই কাজের বাড়তি পাওনা। তাজপুরে একদিনের শুটে, রোদে পুড়ে কাজটা করতে হয়েছিল। কিন্তু কাজটা এনজয় করেছি।’’ বললেন দর্শনা।

ইমরান-দর্শনা প্রথমবার জুটি বাঁধলেন।

ইমরান-দর্শনা প্রথমবার জুটি বেঁধে যে গানটি করেছেন তার নাম ‘মেঘের ডানায়’। গানটি প্রসঙ্গে ইমরান বলেন, ‘‘এ গানে প্রেমের সতেজ অনুভূতির ছোঁয়া পাবেন শ্রোতা এবং দর্শক। দর্শনা আমার পছন্দের একজন অভিনেত্রী। প্রথম বারের মতো বাংলাদেশের কোন গানে মডেল হলেন তিনি। আশা করছি গানটির ভিডিয়োটিও সবার ভাল লাগবে।’’
ইমরানের আশা তো পূর্ণ হয়েইছে। কাঁটাতার পেরিয়ে গানের এই সংযোগ মেঘের ডানাতেই লেখা রয়েছে।

রণবীর, দীপিকা, প্রিয়ঙ্কা, অনুষ্কা, ক্যাটরিনা - বলি তারকাদের হাঁড়ির খবর আমাদের বিনোদন বিভাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement