Entertainment News

চোখের চাহনিতে ভয় জাগানো শিহরণ, ইনি বলিউডের কোন অভিনেতা?

শার্টের ওপর জহর কোট। পকেটে পেন। মাথার সামনে টাক। পিছনের চুল সামান্য বড়। একটু পুরনো ফ্রেমের চশমা। চোখের চাহনিতে ভয় জাগানো শিহরণ— ঠিক এমন লুকেই শ্রীদেবীর আসন্ন ছবি ‘মম’-এর পোস্টারে দেখা যাচ্ছে এক অভিনেতাকে। চিনতে পারছেন কে ইনি?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৪ মে ২০১৭ ১৭:৩০
Share:

চিনতে পারছেন, ইনি কে?

শার্টের ওপর জহর কোট। পকেটে পেন। মাথার সামনে টাক। পিছনের চুল সামান্য বড়। একটু পুরনো ফ্রেমের চশমা। চোখের চাহনিতে ভয় জাগানো শিহরণ— ঠিক এমন লুকেই শ্রীদেবীর আসন্ন ছবি ‘মম’-এর পোস্টারে দেখা যাচ্ছে এক অভিনেতাকে। চিনতে পারছেন কে ইনি?

Advertisement

আরও পড়ুন, ‘একাধিক বার শ্লীলতাহানি করা হয়েছে আমার’

সব কিছু ঠিক থাকলে আগামী ৭ জুলাই মুক্তি পাবে শ্রীদেবীর ‘মম’। থ্রিলারধর্মী এই ছবিতে ফের কামব্যাক হবে নায়িকার। সেখানেই এক অপরিচিতের ভূমিকায় দেখা যাবে এই অভিনেতাকে। ইনি নওয়াজউদ্দিন সিদ্দিকি। মেকআপে তাঁকে প্রথম দর্শনেই চিনে ফেলাটা বেশ মুশকিলের। লুক দেখে এটা বেশ বোঝা যাচ্ছে যে এই চরিত্রের মধ্যে রহস্য রয়েছে। সেই রহস্য নিয়ে অবশ্য মুখ খোলেননি নওয়াজ। ছবিটি নিজেই টুইটে শেয়ার করেছেন অভিনেতা। এই ছবিতে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে অক্ষয় খন্নাকেও। _ (_)

Advertisement

সব কিছু ঠিক থাকলে আগামী ৭ জুলাই মুক্তি পাবে শ্রীদেবীর ‘মম’। থ্রিলারধর্মী এই ছবিতে ফের কামব্যাক হবে নায়িকার। সেখানেই এক অপরিচিতের ভূমিকায় দেখা যাবে এই অভিনেতাকে। ইনি নওয়াজউদ্দিন সিদ্দিকি। মেকআপে তাঁকে প্রথম দর্শনেই চিনে ফেলাটা বেশ মুশকিলের। লুক দেখে এটা বেশ বোঝা যাচ্ছে যে এই চরিত্রের মধ্যে রহস্য রয়েছে। সেই রহস্য নিয়ে অবশ্য মুখ খোলেননি নওয়াজ। ছবিটি নিজেই টুইটে শেয়ার করেছেন অভিনেতা। এই ছবিতে একটি বিশেষ ভূমিকায় দেখা যাবে অক্ষয় খন্নাকেও। (_)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন