Entertainment News

‘রোজা’র নায়িকা মধুকে এখন কেমন দেখতে?

নিষ্পাপ মুখ, মিষ্টি হাসি আর দুরন্ত অভিনয়। এই তিনের মিশেলে পর্দায় মাত করেছিলেন তিনি। ‘রোজা’ বললেই একবারে মনে পড়ে সেই ফ্রেশ লুকের মধুকে। ২৪ বছর আগের সেই ছবি পাল্টে দিয়েছিল বলিউডি ছবির রুটম্যাপ।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০২ অগস্ট ২০১৬ ১৭:৪৪
Share:

নিষ্পাপ মুখ, মিষ্টি হাসি আর দুরন্ত অভিনয়। এই তিনের মিশেলে পর্দায় মাত করেছিলেন তিনি। ‘রোজা’ বললেই একবারে মনে পড়ে সেই ফ্রেশ লুকের মধুকে। ২৪ বছর আগের সেই ছবি পাল্টে দিয়েছিল বলিউডি ছবির রুটম্যাপ।

Advertisement

সেই মধুকে এখন কেমন দেখতে জানেন? এখন কী বা করছেন নায়িকা?

আজ থেকে ২৪ বছর আগে যখন ‘রোজা’ রিলিজ করে তখন মধুর বয়স মাত্র ২০ বছর। সে সময় বলি পাড়ায় তিনি একেবারে নতুন। কিন্তু খুব বেশিদিন তাঁকে সিলভার স্ক্রিনে দেখা যায়নি। কেরিয়ারের তুলনায় ব্যক্তিগত জীবনকে সব সময়ই বেশি গুরুত্ব দিয়েছেন নায়িকা। ফলে বেশ কিছু অফার পর পর ছেড়ে দিয়েছিলেন। আর এখন তিনি একেবারেই ইন্ডাস্ট্রির বাইরে। তাঁর বয়স এখন ৪৪। কিন্তু বয়সটা মধুর কাছে জাস্ট একটা নম্বর। নীচের ছবিতে দেখুন এখনকার মধুকে।

Advertisement

মধু এখন যেমন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement