DontLetHerGo

ইস্‌ কী নোংরা! ঘেন্নায় কাকে ছেড়ে চলে গেলেন কঙ্গনা? দেখুন ভিডিও

চারপাশে নোংরা, আবর্জনা, দুর্গন্ধ। বাড়ির চারদিকের ময়লায় টেকা দায়। তাই বাড়ি ছাড়লেন কঙ্গনা রানাউত। এই তো কিছুদিন আগে হৃতিক-কঙ্গনার বিবাদ নিয়ে তোলপাড় ছিল বি-টাউন। এবার আবার কার কাছ থেকে দূরে চলে গেলেন কঙ্গনা!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১১ অগস্ট ২০১৬ ১৬:৩৭
Share:

চারপাশে নোংরা, আবর্জনা, দুর্গন্ধ। বাড়ির চারদিকের ময়লায় টেকা দায়। তাই বাড়ি ছাড়লেন কঙ্গনা রানাউত।

Advertisement

এই তো কিছুদিন আগে হৃতিক-কঙ্গনার বিবাদ নিয়ে তোলপাড় ছিল বি-টাউন। এবার আবার কার কাছ থেকে দূরে চলে গেলেন কঙ্গনা! সেটা জানার কৌতূহল হচ্ছে তাই তো? নতুন কোনও সম্পর্কে তিনি জড়িয়েছেন কিনা জানা নেই। কিন্তু অপরিচ্ছন্নতার জন্য যে কঙ্গনা রেগে গিয়ে সঙ্গ ত্যাগ করেছেন তা কিন্তু একদম ঠিক।

বিজ্ঞাপনে লক্ষ্মীর চরিত্রে কঙ্গনা রানাউত। ছবি: ইউ টিউবের সৌজন্যে।

Advertisement

বিষয়টা হল, মোদীর স্বচ্ছ ভারত অভিযানের প্রচারের জন্য তৈরি হয়েছে নতুন একটি বিজ্ঞাপন। যার নাম দেওয়া হয়েছে ‘ডোন্ট লেট হার গো’। যেখানে দেখানো হয়েছে, সমাজের বিভিন্ন শ্রেণির মানুষের জীবনযাত্রার টুকরো কোলোজ। দৈনন্দিন জীবনে কেমন ভাবে আমরা নিজের পরিবেশ নিজেই নোংরা করি তারই কিছু ছবি। আর এই পরিবেশ নোংরা করার ছবি দেখে রুষ্ট হয়ে তাঁদের ছেড়ে চলে যাচ্ছেন দেবী লক্ষ্মী। এই বিজ্ঞাপনে দেবী লক্ষ্মীর ভূমিকায় অভিনয় করেছেন জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী কঙ্গনা রানাউত।

দেখুন ভিডিও:

সরকারি বিজ্ঞাপনে যে ভাবে তাবড় তাবড় স্টারদের ব্যবহার করা হয়, এই বিজ্ঞাপনটা ঠিক সেই রকম নয়। একটু অন্যভাবে ব্যবহার করা হয়েছে তারকাদের। একঘেয়ে কিছু বক্তব্য নয়। সুন্দর একটা ছিমছাম গল্পের আকারে উঠে এসেছে স্বচ্ছতার ভাবনা। প্রদীপ সরকারের পরিচালনায় এই বিজ্ঞাপনে কঙ্গনার সঙ্গে অভিনয় করেছেন ইশা কোপিকর, রবি কিশানের মতো তারকারাও। কন্ঠ দিয়েছেন বিগ-বি। বিজ্ঞাপনটি গতকাল ইউ টিউবে শেয়ার হয়েছে। এর মধ্যে এই ভিডিও দেখেছেন প্রায় আড়াই লক্ষ মানুষ। ইন্টারনেটে রীতিমতো সাড়া ফেলেছে এই ভিডিও।

আরও পড়ুন: টুইটারে তুমুল ঝগড়া সোনম-অভিজিতের

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন