Entertainment

নতুন ছয় ভাইয়ের হাতে রাখি পরালেন এষা!

শ্বশুরবাড়িতে ছ’জন দেওরের সঙ্গে রাখি সেলিব্রেট করেছেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন এষার স্বামী ভরত তখতানিও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ অগস্ট ২০১৭ ১৪:০৬
Share:

রাখির সেলিব্রেশনে এষা। ছবি: অ্যাসর্টেড মোশন পিকচার্সের সৌজন্যে।

তিনি সন্তানসম্ভবা। আপাতত কাজ থেকে ছুটি নিয়েছেন। তিনি অভিনেত্রী এষা দেওল। তবে কাজ থেকে বিরতি নিলেও সেলিব্রেশন থেকে কোনও বিরতি নেই।

Advertisement

আরও পড়ুন, রাখির দিন মমতার জন্য অপেক্ষা করেন শাহরুখ!

যেমন ধরুন, গতকাল ছিল রাখি। দেশজুড়ে পালিত হয়েছে উত্সব। হবু মা এষাই বা বাদ যাবেন কেন? শ্বশুরবাড়িতে ছ’জন দেওরের সঙ্গে রাখি সেলিব্রেট করেছেন অভিনেত্রী। সঙ্গে ছিলেন এষার স্বামী ভরত তখতানিও।

Advertisement

গত সোমবার ছ’জন দেওরের হাতে রাখি বেঁধেছেন এষা। সঙ্গে ছিল জমাটি আড্ডাও। এষার কথায়, ‘‘ভরতের ছোট ভাইদের সঙ্গে রাখি সেলিব্রেট করলাম। বড় বউদির মতোই সামলেছি সব কিছু। ঠিক যেন ‘সত্তে পে সত্তা’র ভাইদের মতো। আসলে আমরা ঠিক এমনই।’’

আরও পড়ুন, রাখিতে রণবীরকে কী গিফট দিলেন দিদি?

আর কয়েক দিন পরেই মা হবেন এষা। এই মুহূর্তে এনজয় করছেন প্রি-মাদারহুড। তার মাঝেই রাখি সেলিব্রেশনে পরিবারের সকলের সঙ্গে সময় কাটালেন এষা ও ভরত।

তথ্য সহায়তা: অ্যাসর্টেড মোশন পিকচার্স।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement