বিদ্যা থাকছে, থাকছে কলকাতাও, বাকি সব ওলটপালট ‘কহানি ২’-এ

এ বার আর চতুর ভিলেন বব বিশ্বাস নেই, থাকবে না ‘হেল্পিং হ্যান্ড’ ইনস্পেক্টর রানাও। সুজয় ঘোষের ফিল্ম ‘কহানি ২’-এ চেনার মধ্যে থাকবে শুধু বিদ্যা আর কলকাতা। বাকিটা পুরোটাই আলাদা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০১৬ ১৯:৪১
Share:

এ বার আর চতুর ভিলেন বব বিশ্বাস নেই, থাকবে না ‘হেল্পিং হ্যান্ড’ ইনস্পেক্টর রানাও। সুজয় ঘোষের ফিল্ম ‘কহানি ২’-এ চেনার মধ্যে থাকবে শুধু বিদ্যা আর কলকাতা। বাকিটা পুরোটাই আলাদা।

Advertisement

২০১২ সালের হিট ছবি ‘কহানি’-র সিক্যুয়েলে পরিচালক সুজয় ঘোষ এমনই বদল আনতে চলেছেন। খুব শ্রীঘ্রই ফিল্মের শুটিং শুরু হতে চলেছে। ‘কহানি’-র মতোই এর বেশির ভাগটাই কলকাতায় শুটিং হওয়ার কথা। কলকাতায় আসার জন্য সুজয় ঘোষ নাকি ইতিমধ্যেই ব্যাগ গুছিয়ে নিতেও শুরু করে দিয়েছেন। তবে আপাতত পরিচালক নিজে কলকাতায় ফিরছেন। শুটিং লোকেশন ফিক্সড করবেন তিনি। সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসেই টিম ‘কহানি ২’ কলকাতায় চলে আসছে।

৪ বছর অতিক্রম করলেও কহানির সিক্যুয়েল নিয়ে কিন্তু যথেষ্ট উন্মাদনা রয়েছে সিনেপ্রেমীদের মধ্যে। তার উপর পরিচালকও মুখে কুলুপ এঁটেছেন। কাস্টিংয়ে বদল ছাড়া আর কিছুই খোলসা করে বলতে চাইছেন না তিনি। স্বভাবতই দর্শকদের জন্য নতুন কোনও চমক যে আসতে চলেছে তা বলাই বাহুল্য।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement