'সাফল্য পাওয়ার তাড়া ছিল না'

‘ইশকবাজ’-এর সাফল্যের পর আনন্দ প্লাসের মুখোমুখি নকুল মেটা ‘ইশকবাজ’-এর সাফল্যের পর আনন্দ প্লাসের মুখোমুখি নকুল মেটা

Advertisement

মধুমন্তী পৈত চৌধুরী

শেষ আপডেট: ০৫ জানুয়ারি ২০১৮ ০০:০০
Share:

নকুল

মডেলিং থেকে বড় পরদা, আট বছরের কেরিয়ারে বিভিন্ন মাধ্যমে কাজ করেছেন নকুল মেটা। তবে ছোট পরদার জনপ্রিয় সিরিয়াল ‘ইশকবাজ’-এর সৌজন্যে সাফল্যের অন্য স্বাদ পেয়েছেন তিনি। গত বছর টেলিভিশনে শ্রেষ্ঠ অভিনেতার অনেক অ্যাওয়ার্ড পেয়েছেন নকুল। ‘‘সাফল্য, স্বীকৃতি পেতে কার না ভাল লাগে! তবে ব্যক্তিগত সাফল্যের সঙ্গে টিমওয়র্কও যখন প্রশংসিত হয়, তাতে আনন্দ আরও বেড়ে যায়,’’ ফোনে নকুলের গলায় উচ্ছ্বাস ভালই বোঝা গেল। ধারাবাহিকের শিবায় সিংহ ওবেরয়ের সঙ্গে ব্যক্তি নকুলের কতটা মিল? ‘‘রিয়্যাল লাইফ নকুলের সঙ্গে মিল নেই বলেই চরিত্রটা চ্যালেঞ্জিং। শিবায়ের আদর্শ বলুন, তার আক্রমণাত্মক মনোভাব কোনও কিছুই আমার মতো নয়। তবে পরিবারের প্রতি তার ডেডিকেশনের সঙ্গে আমার মিল আছে।’’

Advertisement

‘হাল-এ দিল’ দিয়ে ২০০৮-এ বড় পরদায় ডেবিউ করেছিলেন নকুল। বেশ কয়েকটি ছবি করলেও ছোট পরদার মতো সফল হননি। ছবিতে কাজ করার সিদ্ধান্ত কি তবে ভুল ছিল? বললেন, ‘‘আমি চটজলদি সাফল্যের পিছনে ছুটিনি। সঠিক সুযোগের জন্য অপেক্ষা করেছি। টাকার চেয়েও গুরুত্বপূর্ণ ছিল দীর্ঘমেয়াদি কেরিয়ার বানানো। ৬০টিরও বেশি বিজ্ঞাপনে কাজ করেছি। থিয়েটার, টেলিভিশন, বড় পরদা এমনকী ডিজিট্যালেও কাজ করেছি। তাই কোন মিডিয়ামে কাজ করছি, গুরুত্বপূর্ণ নয়। নিজের কাজ করে যেতে চাই,’’ বললেন নকুল।

২০১২-এ গায়িকা জানকী পারেখের সঙ্গে বিয়ে হয় নকুলের। ইনস্টাগ্রামে হ্যাপি কাপলের অনেক ছবিও দেখতে পাবেন। তবে স্বামী হিসেবে নিজেকে নম্বর দিতে চান না তিনি। হাসতে হাসতে বললেন ‘‘ইমপ্রুভ করার স্কোপ সব সময়ই থাকে। তবে খুব একটা খারাপ নই।’’ নকুল প্রশিক্ষণপ্রাপ্ত বলরুম ডান্সারও। শমক দভর, সমীর সোপারকারের সঙ্গে কাজ করলেও অভিনয়ই তাঁর প্রথম ভালবাসা। সুযোগ পেলেই পাহাড়ের ডাকে সাড়া দিতে বেরিয়ে পড়েন। দ্রষ্টি ধামি, রাজ সিংহ অরোরা, ঋত্বিক ধনজানি তাঁর ভাল বন্ধু।

Advertisement

নকুলের সেন্স অব হিউমরও মন্দ নয়। সম্প্রতি একটি ইউটিউব ভিডিয়োয় তাঁকে অনুষ্কা শর্মার ভাই বলে চিহ্নিত করা হয়। জবাবে নকুল লেখেন, ‘‘তাই নাকি! জানতামই না। যাই হোক, বোন ও ভগ্নীপতিকে অভিনন্দন।’’ ট্রোলিংয়ের জবাবও ভালবাসার সঙ্গে দেওয়ার পক্ষপাতী অভিনেতা। আন্তর্জাতিক পুরুষ দিবসে ট্র্যাডিশনাল পুরুষের না-বলতে পারা কথা নিয়ে তাঁর বক্তব্য ভাইরাল হয়েছিল। ‘‘পুরুষ হলেও অনেক সময়ই ভালনারেবল ফিল করি,’’ অকপট নকুল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন