আমাজন অভিযান নিয়ে শঙ্করের এক্সক্লুসিভ ফেসবুক পোস্ট

এই মুহূর্তে দেব ব্যস্ত রয়েছেন বড় পর্দায় শঙ্করের দ্বিতীয় অভিযান ‘শঙ্করের আমাজন অভিযান’-এর শুটিংয়ে। তারই মাঝে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁর ভক্তদের সঙ্গে যোগাযোগ করলেন শঙ্কর ওরফে দেব।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০২ জুলাই ২০১৬ ১১:৪৬
Share:

এই মুহূর্তে দেব ব্যস্ত রয়েছেন বড় পর্দায় শঙ্করের দ্বিতীয় অভিযান ‘শঙ্করের আমাজন অভিযান’-এর শুটিংয়ে। তারই মাঝে নিজের ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁর ভক্তদের সঙ্গে যোগাযোগ করলেন শঙ্কর ওরফে দেব।
পোস্টে তিনি লেখেন, “এখানে এখন সন্ধে ৬টা। কলকাতায় বোধহয় ভোর ৪টে। এই সময়টাতেই একমাত্র একটু পায়চারি করা আর ওয়াই-ফাই জোনে আসার সুযোগ পাই। তাও মাত্র মিনিট পনেরোর জন্য। সাধারণত, এই সময়টায় কাছের মানুষদের সঙ্গে যোগাযোগ করি। তবে আজ মনে হল, আপনাদের সঙ্গে একটু যোগাযোগ করা যাক।”
দেব তাঁর ভক্তদের জন্য লেখেন, শুটিং ঠিকঠাক চলছে। হ্যাঁ, ঝুঁকি নিয়েই চলছে...সেটা অস্বীকার করা যাবে না! আমাজনের এই গভীর জঙ্গল সব সময়ই অনিশ্চয়তায় ভরা! তবে, একমাত্র আপনাদের প্রার্থনা আর শুভেচ্ছাই আমাদের নিরাপদে রেখেছে। আমাজনের এই অভিযানে তাই আপনারা আমাদের সঙ্গেই থাকুন। লাভ ইউ অল! আমি বাড়িটাকে খুব মিস করছি!”
পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায় আর দেবের জুটি এ বারেও যে একটা বড়সড় চমক দিতে চলেছে তাঁর আগাম আভাস মিলল ছবির নায়কের এই পোস্টে। এক দিকে ‘শঙ্করের আমাজন অভিযান’-এর সঙ্গে প্রতি পদে রয়েছে জীবনের ঝুঁকি, অ্যাডভেঞ্চার আর শুটিংয়ের রোমাঞ্চ। উইশ ইউ গুড লাক শঙ্কর।

Advertisement

দেখুন শঙ্করের আমাজন অভিযানের এক্সক্লুসিভ ছবি...
শঙ্করের আমাজন অভিযানের এক্সক্লুসিভ অ্যালবাম

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement