জীবন চাইছে আরও বেশি

আর শুধু ‘লাইক’ না। ফেসবুক-এ দেখাতে পারবেন আনন্দ, ভালবাসা, রাগও। খোঁজ দিচ্ছেন অরিজিৎ চক্রবর্তীঅবশেষে ভক্তদের ডাকে সাড়া দিয়েছে ফেসবুক। নিন্দুকরা এর মধ্যে জুকারবার্গের ধুরন্ধর ব্যবসায়ী বুদ্ধির ছায়া দেখলেও (সে প্রসঙ্গে পরে আসছি), ক’দিন হল লাইক-এর সঙ্গে সঙ্গে ফেসবুকে যোগ হয়েছে আরও পাঁচটা রিঅ্যাকশন: লাভ, হাহা, ওয়াও, স্যাড, অ্যাংরি।

Advertisement
শেষ আপডেট: ০১ মার্চ ২০১৬ ০০:০৫
Share:

চাহিদা ছিল অনেক দিন থেকেই।

Advertisement

শুধু ‘লাইক’‌য়ে কী করে মনের সব ভাব প্রকাশ করা যায়!

অথবা কোনও পোস্ট যদি ভালই না লাগে, সে কথা জানাব কেমন করে?

Advertisement

অবশেষে ভক্তদের ডাকে সাড়া দিয়েছে ফেসবুক। নিন্দুকরা এর মধ্যে জুকারবার্গের ধুরন্ধর ব্যবসায়ী বুদ্ধির ছায়া দেখলেও (সে প্রসঙ্গে পরে আসছি), ক’দিন হল লাইক-এর সঙ্গে সঙ্গে ফেসবুকে যোগ হয়েছে আরও পাঁচটা রিঅ্যাকশন: লাভ, হাহা, ওয়াও, স্যাড, অ্যাংরি।

কোথায় পাব

না, নতুন করে কোনও ইমোটিকন ইনস্টল করতে হবে না। আগে যেখানে লাইক বাটন ছিল সেখানেই পাবেন অন্য রিঅ্যাকশনগুলো। কম্পিউটার বা ল্যাপটপে লাইক বাটনের উপর মাউস নিয়ে গেলে বা স্মার্টফোনের ফেসবুক অ্যাপে লাইক বাটনের উপর একটু চাপ দিলেই ভেসে উঠবে ছ’টা রিঅ্যাকশন। এ বার যেটা জানাতে চান, সেটায় ক্লিক বা ট্যাপ করলেই হল।

শুধু একটা

হ্যাঁ, এখনও পর্যন্ত ফেসবুকের কোনও একটা পোস্টে একটা রিঅ্যাকশন-ই দিতে পারবেন। তাই বিশেষ ‘তার’ পোষ্যের ছবিতে ওয়াও বলবেন, না লাভ জানাবেন — সেটা আগে থেকে ঠিক করে নিতে হবে। বেস্ট ফ্রেন্ডের ব্রেকআপে স্যাড হবেন না অ্যাংরি— সেটাও ঠিক করে নিন আগেই!

চিন্তা নেই

বুঝতে পেরেছি কী ভাবছেন, কী চাইছেন। ভুল করে অন্য রিঅ্যাকশন দিয়ে ফেললে কী হবে? কোনও চিন্তা নেই। ফেসবুক আগের মতোই ‘আনডু’র সুবিধা দিয়ে রেখেছে। মত পাল্টানোর কথা ভাবলে রিঅ্যাকশনে আর একবার ক্লিক (কম্পিউটার) বা ট্যাপ (মোবাইল) করুন। ব্যস, চিন্তা মুক্ত।

জানব কী করে

ক’জন লাইক করল বা ক’জন দিল লাভ — সেটা স্বাভাবিক ভাবে পোস্টের উপর দেখতে পাবেন না। ফেসবুক শুধু সব থেকে বেশি তিনটে রিঅ্যাকশনের ইমোটিকন দেখাবে। আর সব রিঅ্যাকশনের সম্মিলিত সংখ্যা দেখাবে ওই তিন ইমোটিকনের পাশে।

বিশদে জানতে

তাই বলে ভাববেন না, কে লাইক করল আর কে হাহা জানাল, সেটা একেবারেই জানতে পারবেন না। রিঅ্যাকশনের সংখ্যার ওপরে ট্যাপ করলে (মোবাইল অ্যাপে) বা রিঅ্যাকশন ইমোজির ওপরে মাউস নিয়ে গেলেই দেখাবে, কে কী রিঅ্যাকশন দিয়েছে।

তা হলে নিন্দুকরা কী বলছে

শুধু নিন্দুকরা নয়, টেক বিশেষজ্ঞরা রিঅ্যাকশন ইমোটিকনস আনার পিছনে আসলে ব্যবসায়ী মার্ক জুকারবার্গকেই দেখতে পাচ্ছেন। ফেসবুকের আয়ের প্রধান উৎস হল বিজ্ঞাপন আর তথ্য বিক্রি। কোনও প্রোডাক্ট আপনার ভাল লাগে না খারাপ, সেটা বুঝে বিজ্ঞাপনদাতারা বিজ্ঞাপন দেয়। যেমন আগে হত প্রোডাক্ট সার্ভে। ফেসবুকও অনেকটা সে রকম কাজ করে। এ বার রিঅ্যাকশন আসায়, শুধু আর ভাল লাগা-খারাপ লাগায় আটকে থাকল না, কতটা ভাল লাগল বা কতটা খারাপ লাগল — সেটাও বুঝতে পারবে কোম্পানি। আর ফেসবুক আপনার পছন্দ-অপছন্দ বুঝতে পারবে আরও নিখুঁত ভাবে।

সে যাই হোক, আপনি বরং ‘তার’ ছবিতে ‘লাইক’ না ‘লাভ’ দেবেন ভাবুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন