দেবের পায়ে কী হয়েছে? প্রশ্ন অনুরাগীদের। ছবি: সংগৃহীত।
দেবকে ভাইফোঁটা দিচ্ছেন শ্রেয়া পাণ্ডে। আদর করে বোনকে মিষ্টি খাইয়ে দিচ্ছেন ভাই। নায়কের ভাইফোঁটার ছবি দেখে দর্শক খুশি। অন্য দিকে, অনুরাগীরা ভীষণ চিন্তিতও হয়ে পড়েছেন। ভাইফোঁটার ছবিতে দেবের পায়ে পরানো একটি ‘ক্যাপ’ দেখে চিন্তান্বিত নানা প্রশ্ন সকলের মনে।
কী হল নায়কের? উদ্বিগ্ন দেব-অনুরাগীরা। কেউ কেউ অনুমান করেছেন, সম্ভবত আঙুলের হাড় বেড়ে গিয়েছে। তাই হয়তো এই ‘ক্যাপ’ পরে রয়েছেন তিনি। আবার কারও মনে হয়েছে, নিশ্চয়ই নায়ক পায়ে চোট পেয়েছেন। তাই হয়তো কিছু পরতে হয়েছে। যদিও এই বিষয়ে দেব প্রকাশ্যে কাউকে কিছু জানাননি। ‘জখম’ পা নিয়েই হাসিমুখে ভাইফোঁটায় যোগ দিতে দেখা গিয়েছে তাঁকে।
দেবকে ভাইফোঁটা দিতে এসেছিলেন শ্রেয়া পাণ্ডে। ছবি: ইনস্টাগ্রাম।
সেই ‘ধূমকেতু’র প্রচারপর্ব থেকে শুরু হয়েছে। তার পর পুজোর চাপ। দুর্গাপুজোয় মুক্তি পেয়েছে ‘রঘু ডাকাত’। ছবিমুক্তির আগে বিভিন্ন জেলায় জেলায় গিয়েছিলেন নায়ক। মুক্তি পাওয়ার পরেও তিনি প্রচার চালিয়ে গিয়েছেন। এর পরে, ডিসেম্বরে মুক্তি পাবে ‘প্রজাপতি ২’। দর্শকদের মনে প্রশ্ন, কাজের চাপেই কি নিজের পায়ে এই ‘কাণ্ড’ ঘটালেন অভিনেতা? এর মধ্যে লন্ডনে শুটিং সেরে এসেছেন। সম্প্রতি দুবাইয়ে ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শনেও গিয়েছিলেন তিনি। সঙ্গে গিয়েছিল তাঁর গোটা পরিবার। আপাতত নায়কের পায়ে কী হয়েছে? সেই উত্তরের অপেক্ষায় তাঁর অনুরাগীরা।