Alia Bhatt

দ্বিতীয় বার মা হতে চলেছেন! পুত্রসন্তানের নাম ঠিক করা আগেই, করিনা-অনুষ্কার পথেই কি আলিয়া?

২০২২-এর নভেম্বর মাসে জন্ম হয় আলিয়া-রণবীরের কন্যা রাহা কপূরের। আড়াই বছর বয়স এখন তার। আর এর মধ্যেই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করে ফেলেছেন আলিয়া ও রণবীর?

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১২:৪৫
Share:

ফের মা হতে চলেছেন আলিয়া? ছবি: সংগৃহীত।

ফের মা হতে চলেছেন আলিয়া ভট্ট! নতুন করে ফের এই জল্পনা বি-টাউনে। ২০২২ সালের ১৪ এপ্রিল রণবীর কপূরের সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন আলিয়া। ঘরোয়া আসরেই বিয়ে সেরেছিলেন তারকা জুটি। সেই বছরই সুখবর দেন তাঁরা। ২০২২-এর নভেম্বর মাসে জন্ম হয় আলিয়া-রণবীরের কন্যা রাহা কপূরের। আড়াই বছর বয়স এখন তার। আর এর মধ্যেই দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করে ফেলেছেন আলিয়া ও রণবীর? করিনা কপূর খান ও অনুষ্কা শর্মার মতো আলিয়াও কি দুই সন্তানের মা হতে চাইছেন?

Advertisement

কান চলচ্চিত্র উৎসবে আলিয়ার উপস্থিতি দেখার পরেই এই জল্পনা ছড়িয়েছে। প্রথম দিন আলিয়া পরেছিলেন পোশাকশিল্পী ড্যানিয়েল রোজ়বেরির তৈরি স্ট্র্যাপলেস গাউন। পাতলা, নরম কাপড়ের উপরে সিকুইনের সূক্ষ্ম কাজ নজর কেড়েছিল। মাথায় খোঁপা ও কানে হিরের স্টাড। কান-এ ‘উইমেনস্‌ ওয়ার্থ’ অনুষ্ঠানে আরমানি-র সিকুইনড গাউন পরেছিলেন আলিয়া। গাউনের সঙ্গে মিলিয়ে মাথাতেও বেছে নিয়েছিলেন বিশেষ ধরনের অ্যাকসেসরি। কিন্তু এই পোশাকে নাকি ফুটে উঠেছে আলিয়ার স্ফীতোদর। বার বার হাত দিয়ে উদর আড়াল করার চেষ্টাও করছিলেন অভিনেত্রী। বিষয়টি ঠিক চোখে পড়ে যায় অনুরাগীদের।

এক জন লিখেছেন, “আলিয়াকে দেখে মনে হচ্ছে, তিনি অন্তঃসত্ত্বা।” সেই মন্তব্য দেখে আর এক জন লিখেছেন, “আমারও ঠিক তাই মনে হচ্ছে। ওঁকে দেখেই মনে হল, ফের মা হতে চলেছেন।” এমন মন্তব্যে ছেয়ে গিয়েছে সমাজমাধ্যম। তবে এখনও এই বিষয়ে কোনও বিবৃতি আসেনি আলিয়া বা তাঁর সহকারী দলের তরফ থেকে। কিছু দিন আগেই এক পডকাস্টে রাহার প্রসঙ্গে আলিয়া বলেছিলেন, তিনি ও রণবীর এক পুত্রের নামও বেছে রেখে দিয়েছেন। তাই দুইয়ে দুইয়ে চার করছেন তারকা দম্পতির অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement