রাখির আগেই রাখি পালন ফারহার!

কে বলে যে সময়ের কাজ সময়ে করা উচিত? সেলিব্রিটি পরিচালক ফারহা খান তো সপ্তাহ খানেক আগেই দিব্যি পালন করে ফেললেন রাখি উৎসব! নিজের ভাই সাজিদ খান এবং পাতানো ভাই সাজিদ নাদিয়াওয়ালাকে ঘটা করে রাখি পরালেন ফারহা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২২ অগস্ট ২০১৫ ০০:০০
Share:

কে বলে যে সময়ের কাজ সময়ে করা উচিত? সেলিব্রিটি পরিচালক ফারহা খান তো সপ্তাহ খানেক আগেই দিব্যি পালন করে ফেললেন রাখি উৎসব! নিজের ভাই সাজিদ খান এবং পাতানো ভাই সাজিদ নাদিয়াওয়ালাকে ঘটা করে রাখি পরালেন ফারহা। কেবল সাত তাড়াতাড়ি রাখি পরালেন না, সাধ করে সেই ছবিও শেয়ার করলেন সোশ্যাল সাইটে। তবে নিছক সাধ করে নয়, খানিকটা চাপে পড়েই রাখি পরিয়েছেন ফারহা। ‘হামসকল’, ‘কিক’-এর পরিচালক টুইটে জানান, রাখির দিন তিনি শুটিং-এর কাজে আইসল্যান্ডে থাকবেন। তাই রাখির দিন যাতে কোনও ভাবেই মিস না হয়, তার জন্যই এই প্রি-অকেশন— জানান ফারহা। টুইটে তিনি আরও লেখেন যে, এই বিশেষ দিন আসলেই তিনি অনুভব করেন রানি হওয়ার থেকে কোনও ভাইয়ের বোন হওয়া অনেক বেশি আনন্দের।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement