‘কোনও কিছু ওভার ডু না করাই ভাল’

দেবীপক্ষের শুরুতে আনন্দ প্লাসের পাঠকদের জন্য নিজের পুজোর ফ্যাশন শেয়ার করলেন রাইমা সেন দেবীপক্ষের শুরুতে আনন্দ প্লাসের পাঠকদের জন্য নিজের পুজোর ফ্যাশন শেয়ার করলেন রাইমা সেন

Advertisement

দীপান্বিতা মুখোপাধ্যায় ঘোষ ও ঈপ্সিতা বসু

শেষ আপডেট: ০৮ অক্টোবর ২০১৮ ০১:০৪
Share:

সাক্ষাৎকার দিতে তাঁর তীব্র অনীহা। কিন্তু ফোটোশুটের জন্য তিনি এক কথায় রাজি! আর সেটা যদি পুজোর ফ্যাশন শুট হয়, তা হলে মজাটা দ্বিগুণ। রাইমা সেন পুরোদস্তুর ফ্যাশনিস্তা। নতুন ট্রেন্ড নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন। পাশাপাশি ট্র্যাডিশনাল জিনিসের প্রতিও তাঁর আগ্রহ রয়েছে।

Advertisement

আনন্দ প্লাসের ফোটোশুটের জন্য রাইমা পছন্দ করেছিলেন তিনটি পোশাক। পুজো বলে কথা। তাই রাইমার প্রথম পছন্দ ছিল হালকা সবুজ এমব্রয়ডারি করা লেহঙ্গা। সঙ্গে জমকালো কাজ করা টপ। খোলা চুলের সঙ্গে মাংটিকা আর হাতের ব্যাঙ্গলে নায়িকার সাজ সম্পূর্ণ। ‘‘কোনও কিছু ওভার ডু না করাই ভাল। ছিমছাম সাজে অনেক বেশি স্নিগ্ধ লাগে,’’ বলছিলেন রাইমা।

তাঁর দ্বিতীয় বাছাই ছিল স্টিল ব্লু জাম্পসুট। এখানেও রাইমা ছিমছাম সাজই পছন্দ করলেন। নিট করে বাঁধা চুল, কানে লম্বা দুল আর হাতে ব্রেসলেট। পায়ে অবশ্যই স্টিলেটোজ়।

Advertisement

পুজোর সাজে একটা শাড়ি থাকবে না? ‘‘শাড়ি আমার অত্যন্ত পছন্দের আউটফিট। কিন্তু পুজোর দিনগুলোয় ঘোরাঘুরি, আড্ডা এ সবের জন্য পালাজ়ো, জাম্পসুট, ড্রেস কিংবা স্কার্টে আমি বেশি স্বচ্ছন্দ। একটু ভারী কাজ করা পালাজ়ো-টপ পরলে পুজোর ফিলটাও থাকবে,’’ রাইমার বক্তব্য। তাঁর তৃতীয় লুক ছিল বেজ রঙের পালাজ়ো, সঙ্গে একই রঙের সিকুইনের কাজ করা ডিপ নেক টপ। খোলা চুল আর ব্রেসলেটে অভিনেত্রীর সাজ কমপ্লিট।

পুজোয় কী কিনলেন?

মা আমার জন্য কিছু সুট আর শাড়ি কিনেছে।

পছন্দের শপিং ডেস্টিনেশন?

দিল্লি, লন্ডন, নিউ ইয়র্ক, ব্যাঙ্কক। স্ট্রিট শপিংয়ের জন্যও নিউ ইয়র্ক পছন্দের।

যে তিনটি জিনিস আপনার ব্যাগে থাকবেই?

কাজল, লিপ বাম, পারফিউম, সানগ্লাস।

এর মধ্যে সবচেয়ে দামি কী কিনেছেন?

হিরের আংটি।

মা-দিদিমার কোন গয়না আপনার সবচেয়ে পছন্দের?

দু’জনের সব গয়নাই ভীষণ সুন্দর আর ইউনিক। মা আমাদের সব কিছুই দিয়ে দিয়েছেন।

ছবি: দেবর্ষি সরকার

মেকআপ: অভিজিৎ চন্দ

স্টাইলিস্ট: অঙ্কিতা বন্দ্যোপাধ্যায়

পোশাক: সিকুইনস অ্যান্ড পার্লস, চারু অ্যান্ড বসুন্ধরা, নীহারিকা কামানি

জুয়েলারি: প্রিটিওস

ফুড পার্টনার: দ্য ওয়াল, রাজারহাট

লোকেশন সৌজন্য: হায়াত রিজেন্সি, কলকাতা

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন