Entertainment News

নন্দনে প্রদর্শিত হল ভিক্টরের অসমিয়া ছবি

সত্যি ঘটনা অবলম্বনে এই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বিদ্যুত্ কটকি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুন ২০১৮ ১৪:২৯
Share:

‘হইহবতে ধেমালিতে’ ছবির একটি দৃশ্য।

অসমিয়া সিনেমা ‘হইহবতে ধেমালিতে’ (ইংরেজিতে রেনবো ফিল্ডস)-এর মুকুটে নয়া পালক। গোয়ার ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়ায় প্রিমিয়ার হয়েছিল এই ছবির। আজ শুক্রবার নন্দনে দেখানো হল এই ছবি।

Advertisement

সত্যি ঘটনা অবলম্বনে এই ছবির চিত্রনাট্য সাজিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত পরিচালক বিদ্যুত্ কটকি। তাঁর কথায়, “এটি সেমি অটোবায়োগ্রাফিক্যাল ফিল্ম। অসম জায়গাটা আমি সবথেকে ভাল চিনি। তাই এই জায়গার বিষয় নিয়েই সিনেমা তৈরি করলাম।’’ এ ছবিতে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। সুপারমডেল দীপান্বিতা শর্মা এই ছবির মাধ্যমেই অসম সিনেমায় ডেবিউ করলেন।

১৯৮০-এ অসমের হিংসাত্মক ঘটনার পরিপ্রেক্ষিতে কয়েকটি শিশুর মানসিক সঙ্কটই এই ছবির প্রধান বিষয়। ভিক্টর, দীপান্বিতা ছাড়াও নকুল বৈদ্য, নাভেদ আসলাম ও নিপন গোস্বামীর অভিনয় সমৃদ্ধ করেছে এই ছবিকে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন