প্রয়াত পরিচালক কল্পনা লাজ়মি

বলিউডে হাতে গোনা মহিলা পরিচালকদের মধ্যে কল্পনা লাজ়মির নাম স্বর্ণাক্ষরে খোদিত। দীর্ঘ দিন ধরে কিডনির ক্যানসারের সঙ্গে লড়তে লড়তে রবিবার ভোরে হার মানলেন এই সাহসী পরিচালক। বয়স হয়েছিল ৬৪ বছর।

Advertisement
শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৮ ০০:০০
Share:

কল্পনা লাজমি। —ফাইল চিত্র।

বলিউডে হাতে গোনা মহিলা পরিচালকদের মধ্যে কল্পনা লাজ়মির নাম স্বর্ণাক্ষরে খোদিত। দীর্ঘ দিন ধরে কিডনির ক্যানসারের সঙ্গে লড়তে লড়তে রবিবার ভোরে হার মানলেন এই সাহসী পরিচালক। বয়স হয়েছিল ৬৪ বছর।

Advertisement

চিত্রশিল্পী ললিতা লাজ়মির মেয়ে কল্পনা ভারতের দুই প্রখ্যাত পরিচালকের আত্মীয় ছিলেন, গুরু দত্ত এবং শ্যাম বেনেগল। ছবির পরিবার থেকে আসায় বলিউডে তাঁর প্রবেশপথ মসৃণ ছিল। তবে প্রথম ছবিতেই স্বকীয়তার ছাপ তৈরি করতে পেরেছিলেন কল্পনা। অসমের চা বাগানের প্রেক্ষাপটে বিবাহ-বহির্ভূত সম্পর্ক আর নারীর কামনার রসে জারিয়ে তৈরি করেছিলেন ‘এক পল’। সেই ছবিতে অভিনয় করেছিলেন শাবানা আজ়মি, নাসিরুদ্দিন শাহ ও ফারুক শেখ।

যে ছবির দৌলতে তারকা ডিম্পল কাপাডিয়া জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছিলেন, সেই ছবি কল্পনার কেরিয়ারেও একটি মাইলফলক। মহাশ্বেতাদেবীর ছোট গল্প অবলম্বনে তৈরি ‘রুদালি’ নারীকেন্দ্রিক ছবির সংগ্রহে একটি অমলিন রত্ন। নারীচেতনার সঙ্গে সামাজিক অন্যায়, নিম্নবর্ণের লড়াই ভাষা খুঁজে পেয়েছে তাঁর ছবিতে। রবিনা টন্ডন অভিনীত ‘দমন’ সেই ধারার আরও একটি ছবি, যার জন্য অভিনেত্রী জাতীয় পুরস্কার পেয়েছিলেন।

Advertisement

বছর কয়েক আগে এক সাক্ষাৎকারে কল্পনা বলেছিলেন, ‘এত বছরে মাত্র ছ’টি ছবি করতে পেরেছি, কারণ ‘ওঁর’ কাজ আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল।’ কল্পনার ইঙ্গিত ছিল অবশ্যই সঙ্গীতশিল্পী ভূপেন হাজারিকার দিকে। ১৭ বছরের কিশোরী কল্পনার সঙ্গে ভূপেনবাবুর প্রথম আলাপের সময়ে তাঁর বয়স ছিল ৪৫ বছর। এই অসমবয়সি সম্পর্কে কল্পনার মায়ের আপত্তি থাকলেও গায়কের শেষ দিন পর্যন্ত ছায়াসঙ্গিনী ছিলেন তিনি। এর জন্য লোকের অনেক কথাও শুনতে হয়েছে, তবু প্রিয়জনের হাত ছাড়েননি। ভূপেনবাবুর ভ্রাতৃবধূ গায়িকা মনীষা হাজারিকার কথায়,‘কল্পনা খুব কাছের বান্ধবী ছিলেন। ওঁকে হারিয়ে দ্বিতীয় বার ভূপেন বাবুকে হারালাম।’ গত ৮ সেপ্টেম্বর ভূপেনবাবুর জন্মদিনে প্রকাশিত হয়েছে কল্পনার লেখা বই, ‘ভূপেন হাজারিকা, অ্যাজ আই নিউ হিম’। মনীষাদেবীর মতে, কল্পনা না থাকলে ভূপেন হাজারিকা সংগ্রহশালা গড়ে উঠত না। এ দিন তাঁর শেষযাত্রায় শ্রদ্ধা জানাতে এসেছিলেন শাবানা আজমি, শ্যাম বেনেগল, সোনি রাজদান, মহেশ ভট্ট প্রমুখ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন