Sanoj Mishra assaulted

মোনালিসাকে নিয়ে ছবি তৈরি করছিলেন! এর মাঝেই ধর্ষণের অভিযোগে গ্রেফতার সনোজ মিশ্র

এখানেই শেষ নয়। নির্যাতিতার কিছু ছবি ও ভিডিয়ো সেই সময়ে তুলে রেখেছিলেন সনোজ।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ৩১ মার্চ ২০২৫ ১২:৫৩
Share:

গ্রেফতার সনোজ মিশ্র। ছবি: সংগৃহীত।

মহাকুম্ভ থেকে রাতারাতি খ্যাতি পেয়েছিলেন মোনালিসা ভোঁসলে। মহাকুম্ভে মালাবিক্রেতা তরুণীকে ছবিতে সুযোগ দিয়েছিলেন পরিচালক সনোজ মিশ্র। সেই সনোজ মিশ্রের বিরুদ্ধে এ বার উঠল ধর্ষণের অভিযোগ। অভিযোগের ভিত্তিতে রবিরাব সনোজকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

অভিযোগ, ঝাঁসির এক তরুণীকে দিনের পর দিন যৌন হেনস্থা করেছেন তিনি। বড় পর্দার নায়িকা হওয়ার প্রলোভন দেখিয়ে তরুণীকে হেনস্থা করেছেন সনোজ। নির্যাতিতা জানিয়েছেন, ২০২০ সালে টিকটক ও ইনস্টাগ্রামের মাধ্যমে সনোজের সঙ্গে আলাপ তাঁর। প্রথমে ফোনে কথাবার্তা হয় দু’জনের। ২০২১ সালের ১৭ জুন সনোজ সেই নির্যাতিতাকে ফোন করে জানান, তিনি ঝাঁসি রেলস্টেশনে রয়েছেন। প্রথমে দেখা করতে রাজি হননি নির্যাতিতা। তখন সনোজ আত্মহত্যার হুমকি দেওয়ায় পরের দিন নির্যাতিতা দেখা করতে যান। সেই দিন একটি রিসর্টে নির্যাতিতাকে নিয়ে যান সনোজ। ঘুমের ওষুধ খাইয়ে নির্যাতিতাকে ধর্ষণ করেছিলেন বলে অভিযোগ।

এখানেই শেষ নয়। নির্যাতিতার কিছু ছবি ও ভিডিয়ো সেই সময়ে তুলে রেখেছিলেন সনোজ। মুখ খুললে সেই ছবি ও নেটমাধ্যমে ভাইরাল করে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। এর পরেও একাধিক বার নির্যাতিতাকে যৌন হেনস্থা করেছিলেন বলে সনোজের বিরুদ্ধে তাঁর অভিযোগ। নির্যাতিতাকে বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি। অবশেষে সেই নির্যাতিতা থানায় অভিযোগ জানান।

Advertisement

কয়েক মাস আগে সনোজ জানিয়েছিলেন, তিনি ‘মণিপুর ডায়েরি’ নামে একটি ছবি তৈরি করছেন। সেই ছবিতে মোনালিসাকে সুযোগ দিচ্ছেন। এর আগে ‘দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল’ নামে একটি ছবিও তৈরি করে বিতর্কে পড়েছিলেন সনোজ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement