Entertainment News

বাবার সঙ্গে কেন অভিনয় করতে চান না টাইগার শ্রফ?

বাবা জ্যাকি শ্রফের সঙ্গে ছেলে টাইগার শ্রফের সম্পর্কের গভীরতার কথা বেশ পরিচিত বলি-পাড়ায়। বাবার সঙ্গে তাঁর দুরন্ত ‘দোস্তি’র কথাও ইন্ডাস্ট্রিতে বেশ আলোচনার বিষয়। বাবাকে বরাবরই নিজের প্রথম হিরো বলে মেনে এসেছেন টাইগার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৬ ফেব্রুয়ারি ২০১৭ ১০:৫৯
Share:

বাবা জ্যাকি শ্রফের সঙ্গে ছেলে টাইগার শ্রফের সম্পর্কের গভীরতার কথা বেশ পরিচিত বলি-পাড়ায়। বাবার সঙ্গে তাঁর দুরন্ত ‘দোস্তি’র কথাও ইন্ডাস্ট্রিতে বেশ আলোচনার বিষয়। বাবাকে বরাবরই নিজের প্রথম হিরো বলে মেনে এসেছেন টাইগার। কিন্তু বাবার সঙ্গে এখনও পর্যন্ত স্ক্রিন শেয়ার করতে দেখা যায়নি তাঁকে। এক সঙ্গে পর্দায় কবে দেখা যাবে তাঁদের? উত্তর দিলেন নায়ক নিজেই। সম্প্রতি চলচ্চিত্র সমালোচক সুভাষ ঝা-র এক প্রশ্নের উত্তরে টাইগার বলেন, ‘‘কিছুতেই বাবার সঙ্গে অভিনয় করব না।”

Advertisement

আরও পড়ুন, রেস্তোরাঁর বাইরে ভিক্ষাজীবীর দাবি মেটালেন শাহরুখ

কিন্তু কেন তাঁর এমন সিদ্ধান্ত? টাইগারের সটান জবাব, ‘‘বাবা পর্দায় থাকলে কেউ আমাকে দেখবেই না। তখন সবাই বাবাকেই দেখবে।’’

Advertisement

শুধু তাই নয়, বাবা জ্যাকি শ্রফই যে তাঁর জীবনের প্রথম সুপার হিরো তাও জানান টাইগার। তবে তাঁর সঙ্গে বাবার তুলনা টানা হোক, এমনটা চান না ছেলে টাইগার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement