Entertainment News

প্রাক্তন প্লেবয় মডেলের নগ্ন ছবি ইন্টারনেটে ফাঁস

প্রাক্তন প্লেবয় মডেল ডানা বোরিসোভার নগ্ন ছবি ফাঁস হয়ে গেল ইন্টারনেটে। বর্তমানে ‘মিলিটারি জার্নাল’ নামে একটি জনপ্রিয় রাশিয়ান শো হোস্ট করেন ডানা। তাঁর অভিযোগ, হ্যাকাররা প্রথমে তাঁর সোশ্যাল অ্যাকাউন্ট থেকে বিয়ের সব ছবি সরিয়ে দেয়।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০১৬ ১৩:১০
Share:

গেস করুন তো, ইনি কে?

প্রাক্তন প্লেবয় মডেল ডানা বোরিসোভার নগ্ন ছবি ফাঁস হয়ে গেল ইন্টারনেটে। বর্তমানে ‘মিলিটারি জার্নাল’ নামে একটি জনপ্রিয় রাশিয়ান শো হোস্ট করেন ডানা। তাঁর অভিযোগ, হ্যাকাররা প্রথমে তাঁর সোশ্যাল অ্যাকাউন্ট থেকে বিয়ের সব ছবি সরিয়ে দেয়। পরে বেশ কিছু ঘনিষ্ঠ দৃশ্য ফাঁস করে দেয় ইন্টারনেটে। গোটা ঘটনায় ডানার সন্দেহের তির তাঁর প্রাক্তন স্বামী অ্যান্ড্রের দিকে। তাঁর দাবি, বিভিন্ন ব্যবসায় জড়িত অ্যান্ড্রে এই ছবি লিকের সঙ্গে জড়িত থাকতে পারেন।

Advertisement

২০১৫-তে বিয়ে হয় তাঁদের। আট মাস একসঙ্গে থাকার পর ডিভোর্স ফাইল করেন তাঁরা। নগ্ন ছবি প্রকাশ্যে আসাতে দৃশ্যতই বিপাকে পড়েছেন ডানা। তাঁর কথায়, ‘‘আমার মেয়ে পোলিনার ছবিও ইমেল থেকে ডিলিট করে দেওয়া হয়েছে। অনেক ছবির সঙ্গে আমার প্রচুর স্মৃতি জড়িয়ে ছিল। আর তারপর তো অ্যাকাউন্টটাই ডিলিট করে দিল।’’

লিক হওয়া ছবিতে ডানাকে সম্পূর্ণ নগ্ন অবস্থায় বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে। ডানা জানিয়েছেন, তাঁর একটি ইমেলে তিনি ব্যক্তিগত ছবি রাখতেন। সেই ছবিগুলো মেল থেকে ডিলিট করে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই ঘটনার পর থেকে নিজের ইমেলের সিকিউরিটির বিষয়ে আরও সতর্ক হবেন বলে জানিয়েছেন ডানা।

Advertisement


ডানা বোরিসোভা।ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

‘দরজা খোলা আছে, যদি কেউ আহ্বান জানান তা হলে আমিও আছি’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement