Gauhar Khan

করোনা পজিটিভ হয়েও শ্যুটিং! ‘ভিত্তিহীন’ অভিযোগ বলে দাবি অভিনেত্রীর জনসংযোগ দলের

মুম্বইয়ের সংবাদমাধ্যমের খবর, বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) পুলিশে অভিযোগ দায়ের করেছে অভিনেত্রী গওহর খানের বিরুদ্ধে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

কলকাতা শেষ আপডেট: ১৬ মার্চ ২০২১ ১৫:১৫
Share:

অভিনেত্রী গওহর খান

করোনা পজিটিভ হওয়ার পরেও শ্যুটিং অব্যাহত রাখার দায়ে অভি্যোগ দায়ের করা হয়েছিল গওহর খানের বিরুদ্ধে। মঙ্গলবার অভিনেত্রীর জনসংযোগ কর্মীরা বিজ্ঞপ্তি জারি করে সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। জানানো হয়েছে, গওহর খানের করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে।

Advertisement

মুম্বইয়ের সংবাদমাধ্যমের খবর, বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি) পুলিশে অভিযোগ দায়ের করেছে অভিনেত্রী গওহর খানের বিরুদ্ধে। জানা গিয়েছে, বিএমসি-র আধিকারিকেরা অভিনেত্রীর বাড়িতে খোঁজ নিতে গিয়ে তাঁর খোঁজ পাননি। অথচ কোভিডে আক্রান্ত হওয়ার পরে নিভৃতবাসে থাকার কথা ছিল গওহরের। তিনি শ্যুটিংয়ে গিয়েছেন জানতে পেরে আধিকারিকরা ওশিয়াড়া থানায় অভিযোগ দায়ের করেন।

টুইটারে একটি পোস্ট করে সে কথা জানিয়েছিল বিএমসি। কিন্তু সেখানে কেবল বলা ছিল, ‘বলিউডের এক জনপ্রিয় তারকা’। কারও নাম করা হয়নি। লেখা হয়েছিল, ‘শহরের সুরক্ষার সঙ্গে কোনও আপস নয়। কোভিড আক্রান্ত হওয়ার পরেও নিয়ম না মানার জন্য এক বলিউড অভিনেত্রীর বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। নিয়ম সকলের জন্য সমান। আমরা শহরবাসীদের অনুরোধ করছি কোভিডের নির্দেশিকা মেনে চলার এবং এই ভাইরাসকে জয় করতে সাহায্য করার জন্য’।

Advertisement

মঙ্গলবারের রিপোর্ট অনুযায়ী, ‘টুইট দেখে গওহর খানের কথা মনে করার কোনও কারণ নেই। তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। ভিত্তিহীন জল্পনা করা হয়েছে কেবল’। বিজ্ঞপ্তির সঙ্গে মেডিক্যাল রিপোর্টের ছবিও দেওয়া হয়েছে।

সম্প্রতি নিজের বাবাকে হারিয়েছেন গওহর খান। বার্ধক্যজনিত রোগে মৃত্যু হয়েছে জফর আহমদ খানের। সে প্রসঙ্গের উল্লেখ করা হয়েছে বিজ্ঞপ্তিতে। শোকের সময়ে তাঁকে নিয়ে জলঘোলা না করার অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে এও জানানো হয়েছে, অভিনেত্রী এখনও পর্যন্ত বিএমসি-র কোনও নিয়ম ভঙ্গ করেননি। পরবর্তীকালেও করবেন না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন