নাটকের একটি দৃশ্য।
এর আগে খবর এসেছিল, কিংবদন্তি গজল-গায়ক গুলাম আলির গানে সেজে উঠতে চলেছে মহেশ ভট্টর নতুন নাটক, যা কি না তাঁরই ছবি ‘হমারি অধুরি কহানি’-র নাট্যরূপ। এখন শোনা যাচ্ছে, খোদ ভট্টও না কি একটি গান গাইবেন তাঁর নাটকের জন্য। তা হলে সেই দুই সুর নিয়েই কি কলকাতার মঞ্চ মাতাতে চলেছে নাটক ‘হমারি অধুরি কহানি’?
সে প্রশ্নের জবাব এখনই মিলছে না! তবে, এ টুকু পাকা খবর যে, সেই নাটক মঞ্চস্থ হবে কলকাতায়। শুধুই কলকাতা নয়, ভট্টর ইচ্ছা ভারতের সব ক’টি প্রধান শহরেই এই নাটক মঞ্চস্থ হোক!
এর আগে নিজের অনেক ছবিকেই নাট্যরূপ দিয়েছেন মহেশ। সেই তালিকায় রয়েছে ‘অর্থ’, ’ড্যাডি’-র মতো ছবিও! কিন্তু, ‘হমারি অধুরি কহানি’-র নাট্যরূপকে একটু বেশিই যত্ন নিয়ে সাজাতে চাইছেন বর্ষীয়ান পরিচালক।
দেখুন গ্যালারি:
মঞ্চে বিদ্যা-ইমরানের ‘হমারি অধুরি কহানি’
তার কারণ বোধহয় অনেকটাই ব্যক্তিগত! শোনা গিয়েছে, নাটকের গল্পের মধ্যে না কি মিশে রয়েছে মহেশ ভট্টর নিজের জীবন। মহেশ নিজে অবশ্য সে প্রসঙ্গে খুব একটা যাচ্ছেন না। তাঁর কাছে এই নাটকের গুরুত্ব অন্য জায়গায়। এক একা মা আর তার সন্তানের জীবন, যা কি না এই সময়ে দাঁড়িয়ে ভীষণ ভাবে প্রাসঙ্গিক, সেটাই উদ্দীপিত করেছে মহেশ ভট্টকে।
আর নাটকের অভিনেতা-অভিনেত্রী?
ছবিতে যে চরিত্রটিতে অভিনয় করেছেন বিদ্যা বালন, নাটকে সেই চরিত্রে দেখা যাবে রছাতরী গুপ্তকে। আর ইমরান হাশমি অভিনীত চরিত্রে নাটকে দেখা যাবে মহেশ ভট্টর প্রিয় অভিনেতা ইমরান জাহিদকে।
আর গানগুলোর কী হল, তা জানার জন্য অপেক্ষা করা ছাড়া উপায় নেই! একমাত্র সময়ই তার জবাব দেবে!