Entertainment News

এই শিশুটি এখন বলি নায়িকা, বলুন তো ইনি কে?

সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী স্বয়ং। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রফেশনে আমি যতটুকু করতে পেরেছি সবটাই আমার মায়ের সমর্থন আর উত্সাহে…।’ আন্দাজ করতে পারছেন, ইনি কে?

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৮ ১৪:১১
Share:

আন্দাজ করতে পারছেন, শিশুটি কে? ছবি: ইনস্টাগ্রামের সৌজন্যে।

মায়ের কোলে রয়েছে শিশুটি। হাসিমুখে সোজা তাকিয়ে ক্যামেরার দিকে। এই শিশুটি এখন অভিনেত্রী। বলিউডে বহু দিন তৈরি করেছেন নিজস্ব জায়গা। বলুন তো, এটি কোন অভিনেত্রীর ছোট বয়সের ছবি?

Advertisement

সোশ্যাল মিডিয়ায় ছবিটি শেয়ার করেছেন অভিনেত্রী স্বয়ং। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘আমার প্রফেশনে আমি যতটুকু করতে পেরেছি সবটাই আমার মায়ের সমর্থন আর উত্সাহে…।’ আন্দাজ করতে পারছেন, ইনি কে?

শুধু অভিনয় নয়, বেশ কয়েক বছর হল প্রযোজনাও করছেন ইনি। আবার এই নায়িকার একটি অন্য পরিচয়ও রয়েছে। তিনি এই মুহর্তে ভারতীয় ক্রিকেটের ফার্স্ট লেডি। অর্থাত্ বিরাট কোহালির স্ত্রী।

Advertisement

আরও পড়ুন, আরাধ্যাকে নিয়ে নতুন মেসেজ দিলেন ঐশ্বর্যা?

এ বার আর চিনতে অসুবিধে হওয়ার কথা নয়। এটি অনুষ্কা শর্মার ছোটবেলার ছবি। মায়ের সঙ্গে নিজের এই ছবিটি সোশ্যাল ওয়ালে দিয়েছিলেন নায়িকা। সামনেই মুক্তি পেতে চলেছে বরুণ ধওয়নের সঙ্গে তাঁর নতুন ছবি ‘সুই ধাগা’। আপাতত তার প্রচারে ব্যস্ত তিনি।

Wherever I’ve managed to reach in my profession is because of the support and motivation my mother has provided me with .... happy mothers day to this beautiful woman 🙏❤️🙏

A post shared by AnushkaSharma1588 (@anushkasharma) on

(হলিউড, বলিউড বা টলিউড - টিনসেল টাউনের টাটকা বাংলা খবর পড়তে চোখ রাখুন আমাদের বিনোদনের সব খবর বিভাগে।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement