Entertainment News

নতুন রেকর্ড তৈরি করল ‘হামি’র গান

‘উইন্ডোজ’ সূত্রে খবর, ‘হামি’র ‘ভুতু ভাইজান’ গানটি ইউটিউবে এখনও পর্যন্ত ৪০ লক্ষ ভিউ হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০১৯ ১৫:৫৯
Share:

‘হামি’র একটি দৃশ্যে ব্রত এবং তিয়াশা।

১১মে, ২০১৮। মুক্তি পেয়েছিল ‘হামি’। শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায় পরিচালিত এই ছবি অনেক ক্ষেত্রেই মাইলস্টোন তৈরি করেছে। এ বার ছবির গান ছুঁয়ে ফেলল এক নতুন রেকর্ড।

Advertisement

‘উইন্ডোজ’ সূত্রে খবর, ‘হামি’র ‘ভুতু ভাইজান’ গানটি ইউটিউবে এখনও পর্যন্ত ৪০ লক্ষ ভিউ হয়েছে। ‘টিফিন বক্স’ দুঃখের ভার্সানটি ১২ লক্ষ ভিউ এবং আনন্দের ভার্সানটি ইতিমধ্যেই ১৫ লক্ষ ভিউ ছাড়িয়ে গিয়েছে। নিঃসন্দেহে এই রেকর্ড ‘হামি’ মুকুটে নতুন পালক।

শুধু পশ্চিমবঙ্গে নয়, জাতীয় এবং আন্তর্জাতিক স্তরেও এই ছবি দর্শকদের কুর্নিশ আদায় করে নিয়েছে। খুদে দুই অভিনেতা ব্রত এবং তিয়াশার অভিনয় অবাক হওয়ার মতো। তবে এই কৃতিত্ব পরিচালক জুটিরও কিছু কম নয়। ভবিষ্যতে এই দুই অভিনেতাকে ফের সিনেমায় দেখতে চান দর্শক।

Advertisement

আরও পড়ুন, বিক্রমের দেওয়া গিফট পেয়ে কেঁদে ফেললেন ঐন্দ্রিলা!

(কোন সিনেমা বক্স অফিস মাত করল, কোন ছবি মুখ থুবড়ে পড়ল - বক্স অফিসের সব খবর জানতে পড়ুন আমাদের বিনোদন বিভাগ।)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement