করমুক্ত নারী-কহানি

শুধু এন্টারটেনমেন্ট নয় গো, এতে যে লোকশিক্ষেও আছে— এই বাক্যটি কেউ মুখে বলছেন না বটে, মনে মনে স্বীকার করছেন অনেকেই। মোহিত সুরি পরিচালিত, বিদ্যা বালন-ইমরান হাশমি খচিত ‘হমারি অধুরি কহানি’ ছবিটিকে করমুক্ত ঘোষণা করল ছত্তীসগঢ় সরকার।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জুন ২০১৫ ০০:০১
Share:

শুধু এন্টারটেনমেন্ট নয় গো, এতে যে লোকশিক্ষেও আছে— এই বাক্যটি কেউ মুখে বলছেন না বটে, মনে মনে স্বীকার করছেন অনেকেই। মোহিত সুরি পরিচালিত, বিদ্যা বালন-ইমরান হাশমি খচিত ‘হমারি অধুরি কহানি’ ছবিটিকে করমুক্ত ঘোষণা করল ছত্তীসগঢ় সরকার। এর আগে মধ্যপ্রদেশ সরকারও ছবিটিকে বিনোদন কর থেকে রেহাই দিয়েছে। ছত্তীসগঢ় ফিল্ম অ্যাডভাইসারি বোর্ডের সুপারিশক্রমে সে রাজ্যের সরকার এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন রাজ্য জনসংযোগ বিভাগের সচিব।

Advertisement

করমুক্তির কারণ প্রধানত দুই। প্রথমত, ‘হমারি অধুরি কহানি’ জনৈক মধ্যবিত্ত মহিলার ব্যক্তিগত সংগ্রামের গল্প, বিভিন্ন বিপত্তি পেরিয়ে তার আত্মপ্রতিষ্ঠার আখ্যান। এমন কাহিনি মেয়েদের কাছে প্রেরণা হয়ে দাঁড়াতে পারে। আর দ্বিতীয়ত, এ ছবিতে ছত্তীসগঢ় ও বস্তার অঞ্চলের উল্লেখ রয়েছে। প্রসঙ্গত, গত মাসে ছবির নায়িকা বিদ্যা বালন এবং প্রযোজক মহেশ ভট্ট ছত্তীসগঢ় সফরে যান ও সে রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে কর-ছাড়ের জন্য আবেদন রাখেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement