hardik pandya mahieka sharma

বছর ২৪-এর মডেল মাহিকার প্রেমে পড়েছেন হার্দিক? প্রাক্তন স্ত্রী নাতাশার ছায়া দেখতে পাচ্ছেন অনুরাগীরা!

মডেল মাহিকা শর্মার সঙ্গে নাকি প্রেম করছেন হার্দিক পাণ্ড্য। জোর জল্পনার মাঝেই মাহিকার সঙ্গে নাতাশার অজস্র মিল পাচ্ছেন হার্দিকের অনুরাগীরা।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৯
Share:

(বাঁ দিকে) মাহিকা শর্মা, (মাঝে) হার্দিক পাণ্ড্য (ডান দিকে) নাতাশা স্তানকোভিচ। ছবি: সংগৃহীত।

খেলার মাঠে ক্রিকেটতারকা হার্দিক পাণ্ড্যর ‘সোয়্যাগ’-এর সঙ্গে পরিচিত সকলেই। ব্যক্তিগত জীবনেও মানুষটা ততটাই রঙিন, দাবি সহকর্মীদের। প্রাক্তন স্ত্রী নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পরে তাঁর নাম জড়িয়েছিল ব্রিটিশ গায়িকা জেসমিন ওয়ালিয়ার সঙ্গে। তবে এ বার, শোনা যাচ্ছে বছর ২৪-এর মডেল মাহিকা শর্মার সঙ্গে প্রেম করছেন তিনি। যদিও অনেকেই নাকি মাহিকার মধ্যে নাতাশার ছায়া দেখছেন!

Advertisement

সম্প্রতি সমাজমাধ্যমে মাহিকার একটি নিজস্বী ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে মাহিকার পিছনে দেখা যাচ্ছে এক পুরুষ অবয়ব। অনেকে দাবি করেছেন, ওই ভিডিয়োয় যাঁকে দেখা যাচ্ছে, তিনি হার্দিক ছাড়া আর কেউ নন। জল্পনা আরও ঘনীভূত হয়েছে, যখন দেখা গিয়েছে হার্দিক ও মাহিকা একে অপরকে সমাজমাধ্যমে অনুসরণ করছেন। এখানেই শেষ নয় গুজরাতের বডোদরা থেকে ছবি পোস্ট করেন মাহিকা। পিছনে যে গাড়ি ছিল সেটা অনেকেই হার্দিকের বলেই দাবি করেছেন। শোনা যাচ্ছে, হার্দিকের বাড়িতে নাকি যাতায়াতও শুরু করেছেন মাহিকা।

যদিও হার্দিকের নতুন এই প্রেমিকার সঙ্গে অনেকেই মিল খুঁজে পেয়েছেন তাঁর প্রাক্তন স্ত্রী নাতাশার। অনেকেরই দাবি, নাতাশার মতো মেয়েই নাকি আদতে পছন্দ করেন হার্দিক। নাতাশা তাঁর কর্মজীবন শুরু করেন মডেলিং দিয়ে। মাহিকার শুরুটাও সে ভাবে। মডেলিংয়ের পাশাপাশি শরীরচর্চা নিয়েও যথেষ্ট আগ্রহী মাহিকা। এই বিষয়েও নাতাশার সঙ্গে তাঁর মিল খুঁজে পেয়েছেন অনুরাগীরা। নাতাশা তাঁর অভিনয় জীবনের শুরুটা করেন ২০১৩ সালে ‘সত্যাগ্রহ’ ছবির মাধ্যমে। ছবিটি সে ভাবে সাফল্যের মুখ দেখেনি। অন্য দিকে, মাহিকাও ২০১৯ সালে ‘পি এম নরেন্দ্র মোদী’ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন। কিন্তু অভিনয়ের সাফল্য আপাতত অধরা তাঁরও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement