Entertainment News

ফের প্রেমে পড়েছেন রণবীর? মেয়েটি কে?

রণবীর নাকি ডেট করছেন! অন্তত বলি মহলের গসিপ তো সে কথাই বলছে।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৬ জুলাই ২০১৭ ১৬:৫৫
Share:

রণবীর কপূর।— ফাইল চিত্র।

সামনেই ‘জগ্গা জসুস’-এর মুক্তি। ছবির প্রচার চলছে জোরকদমে। এর মধ্যেই নাকি অন্য একটি বিশেষ কাজেও ব্যস্ত রয়েছেন রণবীর কপূর! জানেন সেটা কী?

Advertisement

রণবীর নাকি ডেট করছেন! অন্তত বলি মহলের গসিপ তো সে কথাই বলছে।

আরও পড়ুন, অটোর ভিতর নগ্ন রণবীর-ক্যাটরিনা! ‘গলতি সে মিসটেক’?

Advertisement

‘ডিএনএ’-এর রিপোর্ট অনুযায়ী রণবীরের নতুন প্রেমিকা নাকি মুম্বইয়েরই বাসিন্দা। তবে তিনি ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত নন। সূত্রের খবর, ‘জগ্গা জসুস’-এর প্রোমোশনেও নাকি ‘লেডি লভ’কে নিয়ে যাচ্ছেন রণবীর। সেখানে রণবীরের প্রাক্তন প্রেমিকা ক্যাটরিনা কইফের সঙ্গে দেখাও হয়েছে তাঁর! শোনা যাচ্ছে, শুটিং ছাড়া বাকি সময়টা নাকি ফোনে প্রেমিকার সঙ্গে কথা বলতে ব্যস্ত থাকেন রণবীর। তবে এ বিষয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি নায়ক নিজে।

ব্যক্তিগত সম্পর্কে ব্রেকআপের পর এটাই রণবীর-ক্যাটরিনার প্রথম ছবি। ইন্ডাস্ট্রি সূত্রে খবর, দুই তারকাই চরম পেশাদারিত্বের সঙ্গে কাজ করেছেন। ট্রেলার লঞ্চে রণবীর জানান, বক্স অফিসে সাফল্য আসবে কিনা তাঁর জানা নেই। তবে ‘জগ্গা জসুস’ একটা ভাল ছবি, এ বিষয়ে তিনি নিশ্চিত। এখানে কথা বলতে গিয়ে তোতলামিটাই তাঁর ইউএসপি। ছবিটি মুক্তি পাবে আগামী ১৪ জুলাই।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement