soumitra chatterjee

চিকিৎসায় সাড়া দিচ্ছেন সৌমিত্র, কিন্তু উদ্বেগ কাটেনি

ক্যানসার জয়ী, ৮৬ বছরের অভিনেতার আরও নানান শারীরিক জটিলতা রয়েছে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১০ অক্টোবর ২০২০ ১৫:২১
Share:

সৌমিত্র চট্টোপাধ্যায়।

উদ্বেগ কাটেনি সৌমিত্র চট্টোপাধ্যায়কে নিয়ে। তবে শনিবার সকাল থেকে নতুন করে চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। চিকিৎ‌সকরা জানাচ্ছেন, সুস্থতার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে কো-মর্বিডিটি এবং তাঁর বয়স।

Advertisement

ক্যানসার জয়ী, ৮৬ বছরের অভিনেতার আরও নানান শারীরিক জটিলতা রয়েছে। এরই মধ্যে করোনা আক্রান্ত হয়ে গত মঙ্গলবার বেলভিউ হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাতে তাঁকে বিশেষ কেবিন থেকে স্থানান্তরিত করা হয় আইটিইউ-তে। মেডিক্যাল বোর্ডের তত্ত্বাবধানে সেখানেই চিকিৎসা চলছে। শনিবার সামান্য হলেও উন্নতি হয়েছে তাঁর শারীরিক অবস্থার।

আরও পড়ুন: সুইৎজারল্যান্ড থেকে ফিরে বাবার কাজ করলেন মোনালি ঠাকুর​

Advertisement

চিকিত্‌সকরা অবশ্য এখনই তাঁকে বিপন্মুক্ত বলতে রাজি নন। শুক্রবার রক্তচাপ ওঠা-নামা করছিল বলে হাসপাতাল সূত্রে খবর। হাসপাতালের এক আধিকারিক বলেন, “প্রবীণ অভিনেতার কো-মর্বিডিটি রয়েছে। সুস্থ হতে আরও কিছু দিন সময় লাগবে।” সৌমিত্রের পুত্র সৌগত চট্টোপাধ্যায় শনিবার দুপুরে জানিয়েছেন, তাঁর বাবার রক্তচাপ এখন স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন:থ্রিলারে জুটি বাঁধছেন সাহেব- সৌরসেনী​

করোনার কারণে কয়েক মাস শুটিং বন্ধ ছিল টলিউডে। নিয়ম-বিধি ঠিক করে কিছু দিন হল শুটিং শুরু হয়েছে। শুটিং শুরু করেছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়ও। কাজ করছিলেন তাঁর উপরই নির্মীয়মাণ একটি তথ্যচিত্রে। এর মধ্যেই আক্রান্ত হয়ে পড়লেন কোভিডে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন