‘হ্যালো’র প্রধান তিন মুখ।
ওয়েব সিরিজ ‘হ্যালো’ দর্শক পছন্দ করেছেন। পর পর দু’বছরে দু’টো সিজনের পর এ বার তৃতীয় সিজনের কাজ শুরু করবে গোটা টিম। আগের দু’বারের মতোই রাইমা সেন, প্রিয়ঙ্কা সরকার এবং জয় সেনগুপ্তের অভিনয়ে সমৃদ্ধ হবে এই ওয়েব সিরিজ।
সিজন টু মুক্তি পাওয়ার আগে প্রিয়ঙ্কা বলেছিলেন, ‘‘হ্যালো সিজন টু নিয়ে আমি খুব এক্সাইটেড। খুব চ্যালেঞ্জিং ক্যারেক্টার আমার কেরিয়ারে। দর্শকের যে ভালবাসা পেয়েছি সিজন ওয়ানে সিজন টু-এও সেটা পাব আশা করছি।’’ প্রিয়ঙ্কার সেই আশা পূর্ণ হয়েছে।
এ প্রসঙ্গে ‘হইচই’ এবং ‘এসভিএফ’-এর সহ প্রতিষ্ঠাতা মহেন্দ্র সোনি বললেন, ‘‘আমরা সব সময়ই কোয়ালিটি কনটেন্ট দেওয়ার চেষ্টা করেছি। আমাদের অরিজিনালগুলোর মধ্যে হ্যালো অন্যতম সেরা। দর্শকও পছন্দ করেছেন। আমরা এ ধরনের এক্সপেরিমেন্ট, নতুন কনটেন্ট নিয়ে আরও কাজ করব।’’
আরও পড়ুন, গৌরীকে প্রথম কোন গয়না দিয়েছিলেন শাহরুখ?
(সিনেমার প্রথম ঝলক থেকে টাটকা ফিল্ম সমালোচনা - রুপোলি পর্দার বাছাই করা বাংলা খবর জানতে পড়ুন আমাদের বিনোদনের সব খবর বিভাগ।)