Entertainment News

মা হতে চলেছেন এষা দেওল

দিন দুয়েক আগেই সোহা আলি খানের মা হওয়ার খবর দিয়েছিলেন স্বয়ং তাঁর স্বামী কুণাল খেমু। আবার গুড নিউজ। ফের এক সেলেবের মা হওয়ার খবর পাওয়া গেল। ইনি এষা দেওল। হেমা মালিনীর বড় মেয়ে। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী শীতেই প্রথম সন্তানের জন্ম দেবেন এষা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ এপ্রিল ২০১৭ ১২:৫৯
Share:

দিন দুয়েক আগেই সোহা আলি খানের মা হওয়ার খবর দিয়েছিলেন স্বয়ং তাঁর স্বামী কুণাল খেমু। আবার গুড নিউজ। ফের এক সেলেবের মা হওয়ার খবর পাওয়া গেল। ইনি এষা দেওল। হেমা মালিনীর বড় মেয়ে। সূত্রের খবর, সব ঠিক থাকলে আগামী শীতেই প্রথম সন্তানের জন্ম দেবেন এষা।

Advertisement

আরও পড়ুন, মা হতে চলেছেন সোহা

স্কুলে পড়ার সময় থেকেই বন্ধুত্ব ছিল এষা দেওল ও ভরত তখতানির। পরে ‘টেল মি ও খুদা’র শুটিংয়ে ফের ভরতের সঙ্গে দেখা হয় এষার। তখন থেকেই প্রেমের শুরু। ২৯ জুন, ২০১২ বিয়ে করেন তাঁরা। এষার মা হওয়ার খবরে খুব খুশি হেমা মালিনী ও ধর্মেন্দ্র। তবে দাদু-দিদা হওয়া ধর্মেন্দ্র-হেমার কাছে নতুন নয়। ২০১৫-এর জুন মাসে তাঁদের ছোট মেয়ে অহনা এক পুত্রসন্তানের জন্ম দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement