Entertainment News

রবি ঠাকুরের ভূমিকায় ইনি কে বলুন তো?

আর্জেন্তেনীয় লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক এ বার বড়পর্দায় দেখবেন দর্শক। ছবির নাম ‘থিঙ্কিং অফ হিম’। এই ছবিতে রবি ঠাকুরের ভূমিকায় অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ইন্দো-আর্জেন্তেনীয় প্রোডাকশনের এই ছবিটি পরিচালনা করছেন পাবলো সিজার।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০১৬ ১৩:৫৪
Share:

শুটিংয়ে ভিক্টর।

আর্জেন্তেনীয় লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পোর সঙ্গে রবীন্দ্রনাথ ঠাকুরের সম্পর্ক এ বার বড়পর্দায় দেখবেন দর্শক। ছবির নাম ‘থিঙ্কিং অফ হিম’। এই ছবিতে রবি ঠাকুরের ভূমিকায় অভিনয় করছেন ভিক্টর বন্দ্যোপাধ্যায়। ইন্দো-আর্জেন্তেনীয় প্রোডাকশনের এই ছবিটি পরিচালনা করছেন পাবলো সিজার।

Advertisement

ভিক্টর জানিয়েছেন, ভিক্টোরিয়া ওকাম্পো এবং রবীন্দ্রনাথের সম্পর্কের কথা প্রায় সকলেই জানে। কিন্তু, তার বাইরেও থেকে গিয়েছে কিছু অজানা গল্প। সেই অজানা রহস্যাবৃত সম্পর্ককেই তুলে ধরা হবে ছবিতে। গীতাঞ্জলির ফরাসি অনুবাদ পড়ার পর থেকেই কবির প্রতি আকৃষ্ট হন ভিক্টোরিয়া। চিত্রকলার প্রতি রবীন্দ্রনাথের উৎসাহ ভিক্টোরিয়ার সংস্পর্শে এসে নতুন করে মানে খুঁজে পায়। অনেকের সঙ্গে পরিচয় থাকলেও ভারতে রবিঠাকুরের মতো আর কাউকে এতটা শ্রদ্ধা করেননি ভিক্টোরিয়া। সে সব নিয়েই তৈরি হচ্ছে ছবিটি।

আরও পড়ুন

Advertisement

দুর্গোৎসবের নতুন ঠিকানা: আনন্দ উৎসব

আর এক পাহাড়িয়া আরণ্যক-এর সন্ধানে

মুক্তি পেল ‘পার্চড’-এর ট্রেলর, দেখুন ভিডিও

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement