‘আমার বাইপোলার ডিজঅর্ডার ছিল’

কেরিয়ারের খুব অল্পদিনের মধ্যেই স্টারডমের আঁচ পেয়েছেন তিনি। সাফল্য ধরা দিয়েছে তাঁর হাতের মুঠোয়। তিনি গায়ক হানি সিংহ। যিনি ‘ইয়ো ইয়ো হানি সিংহ’ নামেই পরিচিত। কিন্তু জানেন কি তাঁর জীবনের একটা ভয়ঙ্কর অন্ধকার দিক রয়েছে?

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৫ মার্চ ২০১৬ ১৩:০১
Share:

কেরিয়ারের খুব অল্পদিনের মধ্যেই স্টারডমের আঁচ পেয়েছেন তিনি। সাফল্য ধরা দিয়েছে তাঁর হাতের মুঠোয়। তিনি গায়ক হানি সিংহ। যিনি ‘ইয়ো ইয়ো হানি সিংহ’ নামেই পরিচিত। কিন্তু জানেন কি তাঁর জীবনের একটা ভয়ঙ্কর অন্ধকার দিক রয়েছে? মদের নেশায় বুঁদ হয়ে থাকা গায়কের বাইপোলার ডিজঅর্ডার ছিল? এতদিনে এ কথা কবুল করলেন হানি নিজেই।

Advertisement

শোনা গিয়েছিল, ড্রাগের ওভারডোজের কারণে নাকি বেশ কিছু দিন রিহ্যাবে ভর্তি ছিলেন গায়ক। কিন্তু সে তথ্যকে উড়িয়ে দিয়ে সম্প্রতি হানি বলেছেন, ‘‘গত ১৮ মাস আমার জীবনের অন্ধকার সময়। আমার সম্বন্ধে অনেক গুজব রটেছিল। অনেকে বলেছিলেন, ড্রাগ ওভারডোজ হয়ে আমি রিহ্যাবে ছিলাম। কিন্তু সেটা সত্যি নয়। আমি নয়ডার বাড়িতে একরকম বন্দি অবস্থায় ছিলাম। বাইপোলার ডিজঅর্ডারে ভুগছিলাম। চার জন চিকিত্সক দেখতেন আমাকে। আর এ সব কথা অন্য কেউ বলার আগে আমি নিজেই আমার ভক্তদের জানাতে চেয়েছি। তাই এ সব বলছি।’’

হানির এই ভয়ঙ্কর অতীতের কথা প্রকাশ্যে আসায় চমকে উঠেছেন অনেকেই। কোনও কোনও মহল সহমর্মিতা জানিয়েছেন, আবার কেউ বলেছেন, এ সব হল লাইমলাইটে থাকার চেষ্টা!

Advertisement

আরও পড়ুন, কঙ্গনার সঙ্গে ডেট করছেন হৃতিক?

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement