কাঞ্চন মল্লিকের কোলে কৃষভি, পাশে শ্রীময়ী চট্টরাজ। ছবি: ফেসবুক।
মা-বাবা ঠাকুর দেখতে বেরিয়ে ঘেমেনেয়ে একশা। একরত্তি মেয়ে কিন্তু উৎসাহে টগবগিয়ে ফুটছে! মা-বাবার কোলে চেপে ঘুরেছে যদিও। কিন্তু বয়স যে মাত্র এক বছর! তবু কোনও ক্লান্তি নেই কৃষভি মল্লিকের। কাঞ্চন মল্লিক-শ্রীময়ী চট্টরাজের থেকেও নাকি প্রথম পুজো বেশি উপভোগ করেছে সে!
পঞ্চমী থেকেই মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছেন কাঞ্চন-শ্রীময়ী। অভিনেত্রীর কথায়, “আমাদের থেকেও দেখলাম বেশি জনপ্রিয় কৃষভি! ও অবাক হয়ে দুর্গাপ্রতিমা দেখছে। আর আশপাশের সকলে ওকে! সকলেই গাল ছুঁয়ে আদর করতে চাইছে। আর বলছে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত কাঞ্চনের ‘এআই সংস্করণ’! এমনকি কান দুটো পর্যন্ত!”
মা-বাবার কোলে কৃষভি। ছবি: ফেসবুক।
অনেক বাচ্চাই ভিড় পছন্দ করে না। গরমে কাঁদতে থাকে। কৃষভির সে সব কিছুই নেই। বাবার মতোই প্রচণ্ড ঘামে। তা নিয়েও মাথাব্যথা নেই ওর। মল্লিক পরিবারও তাই নির্ভাবনায় ঠাকুর দেখতে পারছেন। তার পরেই মনে করিয়ে দিয়েছেন, “গত বছর থেকে কৃষভি আমার সঙ্গে। আগের বছর ওকে ধারণ করেছিলাম। এ বছর আমাদের কোলে চেপে দেখছে।”
মেয়েকে চোখে হারান শ্রীময়ী। নিয়ম মেনে কৃষভির জন্য ষষ্ঠী করেছেন। সকালে পুজোপাঠ ছিল। তার পর নিরামিষ খেয়েছেন তিনি।
ষষ্ঠীতে মেয়েকে নিয়ে কোন দিকে যাবেন খ্যাতনামী দম্পতি? “ইচ্ছে, উত্তর কলকাতার ঠাকুর দেখব। বাগবাজার, কাশী বোস লেন— এ সব”, বললেন শ্রীময়ী। অগুনতি পোশাক, সাজগোজের জিনিস পেয়েছে কাঞ্চন-কন্যা। তাই সে কখনও লাল তো কখনও সাদা! এ ভাবেই দিনে তিন থেকে চার বার পোশাক বদলাচ্ছে সে!