হৃতিকের অনুষ্ঠান ঘিরে বিতর্ক। ছবি: সংগৃহীত।
সম্প্রতি হৃতিক রোশন আমেরিকার হিউস্টনে যান একটি অনুষ্ঠানে যোগ দিতে। রামনবমীতে ছিল বিশেষ আয়োজন। অনুষ্ঠানটির নাম ‘রঙ্গোৎসব’। হোলি উদ্যাপন করতেই প্রবাসীরা এই অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। বিশেষ তিথিতে উদ্যাপন আরও গুরুত্ব পেয়েছিল। কিন্তু তাল কাটল অন্যত্র। অভিযোগ, রামনবমীতেও অনুষ্ঠানস্থলে দেদার বিক্রি হয়েছে গোমাংস ও মদ। সেই ছবি সমাজমাধ্যমে তুলে ধরেছেন উপস্থিত এক ব্যক্তি।
অনুষ্ঠানস্থলের যে ছবি এবং ভিডিও সমাজমাধ্যমে ভাগ করেছেন ওই ব্যক্তি, সেখানেই দেখা যাচ্ছে গরুর মাংস দিয়ে তৈরি শিঙাড়া রাখা হয়েছে। অন্য একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, অনুষ্ঠানস্থলে আগত দর্শক মদ কিনে খাচ্ছেন। বাইরে যখন মদ-মাংস নিয়ে এমন উদ্যাপন চলছে, তখনই আবহে বাজছে রাম ভজন।
বিবেক বনসল নামের ওই ব্যক্তি লেখেন, “রামনবমীর মতো পবিত্র দিনে, মার্কিন যুক্তরাষ্ট্রে হৃতিক রোশনের অনুষ্ঠানে মদ ও গোমাংস নিয়ে এমন একটি আয়োজন করা হয়েছে দোলযাত্রার মোড়কে।’’ তিনি দাবি করেছেন সে দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পাকিস্তানের ইভেন্ট ম্যানেজার রেহান সিদ্দিকি। যাঁকে ২০২০ সাল থেকে ভারত সরকার কালোতালিকা ভুক্ত করে রেখেছে। এমন ভারতবিদ্বেষী লোকজনের সঙ্গে হৃতিকের যোগাযোগ স্থাপন করালেন কারা, সে প্রশ্নও তুলেছেন তিনি। যদিও এই প্রসঙ্গে এখনও কোনও মন্তব্য করেননি হৃতিক নিজে।